Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

ভোমরা বন্দর হবে ‘হিরো পোর্ট’, আশা প্রতিমন্ত্রীর

ss-khalid mahmud-4-7-24
Picture of আঞ্চলিক প্রতিবেদক, খুলনা

আঞ্চলিক প্রতিবেদক, খুলনা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উন্নয়নে ১১৭০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ভোমরা বন্দর আগামী দিনের প্রাণকেন্দ্র হবে, হয়ে যাবে ‘হিরো পোর্ট’।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সম্মেলনকক্ষে ভোমরা ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “আমরা আগে স্থলবন্দর দেখতাম। কিন্তু মন্ত্রণালয়ের নাম নৌপরিবহন মন্ত্রণালয়। তাই প্রধানমন্ত্রী একটি স্মার্ট নাম ঠিক করে দিয়েছেন। তিনি এর নামকরণ করেছেন বন্দর, নৌপথ ও সমুদ্র পরিবহন মন্ত্রণালয়। যা সবকিছু কাভার করে। এটা এখন আইন মন্ত্রণালয়ে আছে। খুব দ্রুতই বাস্তবায়ন হবে।”

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উন্নয়নে ১১৭০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বন্দরের সেবা কার্যক্রম পেপারলেস করার জন্য ভোমরা স্থলবন্দরে অটোমেশন চালু করা হয়েছে। ভোমরা বন্দর আগামী দিনের প্রাণকেন্দ্র হয়ে যাবে, ‘হিরো’ পোর্ট হয়ে যাবে। বন্দরটি যেন কোনও সংকটে না পড়ে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে।

কাজ আরও সহজ করার জন্যই ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “ভোমরা বন্দরে অনেক চ্যালেঞ্জ আছে। সুবিধা অসুবিধা আছে। নতুন কোনও কিছুতে আমরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাই। ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ভোমরা বন্দরকে ব্যবসাবান্ধব ও ব্যবসা আরও স্মুথ করবে।”

স্মার্ট বাংলাদেশ গড়তে পর্যায়ক্রমে সবগুলো স্থলবন্দরে ডিজিটাল সেবা কার্যক্রম চালু করা হবে জানিয়ে তিনি বলেন, “আমরা স্থলবন্দরগুলো আপডেট করছি। মোংলা পোর্টকে লাভজনক করা হয়েছে। নতুন পায়রা বন্দর করা হয়েছে। মাতারবাড়ি সমুদ্র বন্দর করা হচ্ছে। এসব উন্নয়নের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক নৌসংস্থায় ‘সি’ ক্যাটাগরিতে সদস্য নির্বাচিত হয়েছে‌।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত