Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ব্যাটিং ব্যর্থতায় খুলনার হার

বুধবার ঢাকায় সহজেই জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ছবি : সকাল সন্ধ্যা
বুধবার ঢাকায় সহজেই জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ১৫০ রানের টার্গেট তাড়া করতে গিয়ে খুলনার টাইগার্সের ব্যাটিং ছন্দপতনে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায়। ৩৪ রানের হারে তাদের ব্যাটিং ব্যর্থতার দায়ই বেশি।

ওপেনার এনামুল হক ১২ বলে ১৯ রান করে আউট হলে পরের ব্যাটাররাও সাজঘরে ফেরার মিছিলে যোগ দেন। নাহিদুল ইসলাম ২৪ বলে ২১ রান ও ১২ বলে ২৩ রানের সুবাদে একশ পার করে খুলনা।

এজন্য কৃতিত্ব পাবেন কুমিল্লার বোলাররাও। তাদের পাকিস্তানি পেসার আমির জামাল মাত্র ২৩ রানে নিয়েছেন ৫ উইকেট।

অবশ্য খুলনার হারের পেছনে তাদের ব্যাটিং অর্ডার বদলানোও হতে পারে একটা কারণ। এই আসরের সেরা রান সংগ্রাহক ৫ ম্যাচে ১৬৪ রান করলেও এই ওপেনারকে বুধবারের ম্যাচে বিশ্রাম দিয়েছে তারা। এছাড়া যুব বিশ্বকাপের অধিনায়ক আকবর আলী ক্যারিয়ার জুড়ে ৬-৭ নম্বরে খেলতে অভ্যস্ত হলেও তাকে এদিনে নামানো হয় চার নম্বরে। তাছাড়া ওপেনার পারভেজ হোসেন ইমনকে ৫ নম্বরে নামতে দেখেও বিস্মিত হয়েছেন অনেকে। যথারীতি তারা ফেল মেরেছেন।  

এই হারে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে খুলনা। সমানসংখ্যক ম্যাচে একই সংগ্রহ নিয়ে রান রেটে এগিয়ে থাকায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স উঠে গেছে তিনে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত