মা-বাবা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা।
শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে নিজেরাই দিয়েছেন এই ঘোষণা।
সন্তানধারণের খবর প্রকাশের জন্য কিয়ারা যে ছবিটি প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে, সিদ্ধার্থ ও কিয়ারা দুজনের হাতের ওপর এক জোড়া ছোট্ট উলের মোজা।
ইনস্টাগ্রামে দুজনের যৌথ পোস্টে জুড়ে দেওয়া ক্যাপশনে তারা লিখেছেন, “আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শিগগিরই আসছে।”
তবে কবে নাগাদ কিয়ারা-সিদ্ধার্থের সন্তান জন্ম নেবে সে সম্পর্কে তারা কিছু জানাননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ঘুরে বেড়াচ্ছে ছবিটি। অনেকেই তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ভক্ত থেকে শুরু করে শুভানুধ্যায়ী ও সহকর্মীদের ভালোবাসায় ভাসছেন এখন হবু মা-বাবা।
২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরে গাঁটছড়া বাঁধেন কিয়ারা ও সিদ্ধার্থ। কিয়ারার সাজপোশাক ও বিয়ের আনুষ্ঠানিকতার ভিডিও ও ছবি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায়। কিছু সময়ের জন্য ইনস্টাগ্রামের মোস্ট লাইকড পোস্ট হয়ে ওঠে তাদের বিয়ের ছবি।
২০২১ সালে শেরশাহ ছবি মাধ্যমে পর্দায় জুটি হয়ে আসেন কিয়ারা-সিদ্ধার্থ। সেই ছবির শ্যুটিং করতে করতেই দুজনের সম্পর্ক প্রেমে গড়ায় বলে দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর। অবশ্য কবে থেকে তাদের পরিচয় আর তা থেকে পরিণয় সে সম্পর্কে প্রকাশ্যে কিছু বলেননি দুজনের কেউই।