কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘোষণা দিয়ে অপহরণ করা স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মামলার ১২ ঘণ্টার মধ্যেই ভুক্তভোগীকে উদ্ধার ও আসামি গ্রেপ্তার করা হয়েছে।
প্রেমের ঘটনাকে সাম্প্রদায়িক ইস্যু না বানানোর অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাশিপুর গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণের যে অভিযোগ উত্থাপিত হয়, মামলা হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই ভুক্তভোগীকে উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ। আসামি আলিনুরকেও গ্রেপ্তার করা হয়।
স্কুলছাত্রী উদ্ধারের পরপরই আদালতে উপস্থাপন করলে ভুক্তভোগী তাদের দীর্ঘ ৪ বছরের প্রেমের কথা উল্লেখ করে আরও জানান, তাদের এই সম্পর্কের বিষয়ে স্থানীয় সবাই জানে। আগেও দফায় দফায় সালিশ হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ভুক্তভোগী ও আসামি দীর্ঘদিনের সম্পর্ক ও উভয়পক্ষ থেকে বারবার বাধার কারণে স্বেচ্ছায় উভয়ে দ্রুত বিয়ে করে পালান।
বিজ্ঞপ্তি বলা হয়, কুড়িগ্রামের পুলিশ সুপার জানান, বিষয়টি আদতেই দীর্ঘদিনের প্রেম ঘটিত একটি বিষয়, যা কোনও সাম্প্রদায়িক ইস্যু নয়। তিনি সংশ্লিষ্ট সবাইকে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ফেইক নিউজ ও রিউমার না ছড়ানোর স্বনির্বন্ধ অনুরোধ করেন, যাতে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত বা বায়াস না হয়, অন্যথায় আইনের যথাযথ প্রয়োগে পিছপা হবে না পুলিশ।
অন্যদিকে, একইসঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব, প্রেম-পরিণয় ও ব্যক্তিগত পারিপার্শ্বিক সম্পত্তি সংক্রান্ত বিরোধকে সাম্প্রদায়িক ইস্যু না বানানোর জন্য সম্মানিত নাগরিকদের অনুরোধ করা হয়েছে। শান্তি-সৌহার্দ্য-সম্প্রীতি ও অনবদ্য নাগরিক সেবায় পুলিশ সর্বদাই সদা জাগ্রত।