Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

বিশ্বকাপের লক্ষ্যে ক্লাইভার্টকে কোচ করল ইন্দোনেশিয়া

cl1
[publishpress_authors_box]

নেদারল্যান্ডস ফুটবলের কিংবদন্তি প্যাটট্রিক ক্লাইভার্ট। জাতীয় দলের হয়ে ১৯৯৪ থেকে ২০০৪ পর্যন্ত ৭৯ ম্যাচে করেছেন ৪০ গোল, যা ডাচ ফুটবলে চতুর্থ সর্বোচ্চ। ক্লাব ফুটবলে আয়াক্স ও বার্সেলোনা মাতানো ক্লাইভার্টকে এবার নতুন কোচ হিসেবে নিয়োগ দিল ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই)।

দক্ষিণ কোরিয়ান কোচ শিন তাই–অংকে ছাঁটাই করার পর থেকে গুঞ্জন ছিল ক্লাইভার্টকে নিয়ে। সত্যি হলো সেটাই। আজ (বুধবার) পিএসএসআই এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৭ পর্যন্ত ইন্দোনেশিয়ার কোচ হিসেবে চুক্তি করেছেন ক্লাইভার্ট। মেয়াদ শেষে চুক্তির মেয়াদ বাড়ানোর ধারাও রাখা হয়েছে চুক্তিতে।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়া অঞ্চলে তৃতীয় রাউন্ডে উঠেছে ফিফা র‌্যাঙ্কিয়ে ১২৭ নম্বরে থাকা ইন্দোনেশিয়া। গ্রুপ ‘সি’তে ৬ ম্যাচ খেলে ১ জয় ও ৩ ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে ইন্দোনেশিয়া। গ্রুপে সেরা দুটি দল খেলবে পরের বিশ্বকাপে। আর তৃতীয় ও চতুর্থ হওয়া দল দুটি খেলবে প্লে–অফে। ইন্দোনেশিয়া জাতীয় দলে ডাচ বংশোদ্ভুত কয়েকজন ফুটবলার থাকায় পিএসএসআই বেছে নিয়েছে ক্লাইভার্টকে।

অবসরের পর ডাচ ক্লাব আলকমারের সহকারী কোচ ছিলেন ক্লাইভার্ট। ২০১৪ বিশ্বকাপে ছিলেন নেদারল্যান্ডসের তখনকার কোচ লুই ফন হালের সহকারী। ক্যামেরুন জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করা ক্লাইভার্ট ছিলেন পিএসজির ক্রীড়া পরিচালক। দায়িত্ব পালন করেছেন বার্সেলোনা একাডেমির কোচেরও। এবার তার চ্যালেঞ্জ ইন্দোনেশিয়াকে বিশ্বকাপে পৌঁছে দেওয়ার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত