দেশের বাইরের সিরিজে ইচ্ছামতো পরিবারকে নেওয়ার দিন শেষ ভারতীয় ক্রিকেটে। চাইলেই বেশি ওজন বহন করা যাবে না বিদেশ সফরে। জাতীয় দল থেকে শুরু করে বোর্ডের আওতাধীন সব ক্রিকেটারকে অবশ্যই খেলতে হবে ঘরোয়া ক্রিকেটে। এরকম ১০টি নির্দেশনা না মানলে ক্রিকেটারদের শাস্তির পাশাপাশি আইপিএলে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে বলে খবর ভারতীয় মিডিয়ার। যদিও বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে তাদের ‘হুংকার’ কাজে লাগতে শুরু করেছে।
ভারতের জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা অনেকদিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলেন না। তবে বিসিসিআইয়ের নির্দেশনা এখন গুরুত্বসহকারে দেখতে হচ্ছে তাদের। রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শুবমান গিল আগেই নিশ্চিত করেছেন তারা রঞ্জি ট্রফি খেলবেন। এবার জানা গেল, দীর্ঘ ১২ বছর পর ভারতীয় ক্রিকেটের চার দিনের টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন কোহলির।
এই খবর ক্রিকইনফোকে দিয়েছেন দিল্লি কোচ শরণদীপ সিং। ৩০ জানুয়ারি রেলওয়ের বিপক্ষে খেলবে দিল্লি। রঞ্জির এই রাউন্ডে দিল্লির হয়ে খেলবেন কোহলি। এর আগে ২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ আছে তাদের। তবে এই ম্যাচ খেলবেন না ভারতীয় ব্যাটার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের পর ঘাড়ের ব্যথায় ভুগছেন কোহলি। ওই সমস্যা এখনও কাটিয়ে উঠতে পারেননি। ক্রিকইনফোর খবর, নিজের সমস্যার কথা জানিয়ে রঞ্জির পরের রাউন্ডের খেলার অনুমতি বোর্ড থেকে নিয়ে রেখেছেন কোহলি। তিনি না খেললেও ২৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া রাউন্ডে খেলবেন রোহিত শর্মা, শুবমান গিল ও যশস্বী জয়সওয়াল।