Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

বাংলাদেশের বিপক্ষেই ফিরছেন রোহিত-কোহলি

৪৪৪
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টি অধ্যায় শেষ। বিশ্বকাপ জয়ের পরই জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাই বলে থমকে যায়নি ক্রিকেট অধ্যায়। আইপিএলে যথারীতি খেলবেন এই দুই ভারতীয় কিংবদন্তি। খেলবেন টেস্ট আর ওয়ানডেও।

বিশ্বকাপের পর অবশ্য ওয়ানেডের জন্য বেশ অপেক্ষা করতে হবে ভারতকে। আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারত লড়াই করবে আরও একবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার। সেই অভিযান সেপ্টেম্বরে শুরু হচ্ছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।

১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট চেন্নাইয়ে আর ২৭ সেপ্টেম্বর পরের টেস্ট দিল্লিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই দুই টেস্ট দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন রোহিত ও কোহলি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতের দ্বিতীয় সারির দল খেলার কোনও সম্ভাবনা নেই এই সিরিজে।

বাংলাদেশ সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সেখানেও দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়েই থাকবেন রোহিত-কোহলি।

এদিকে বিশ্বকাপ শেষে ভারতের নতুন অধিনায়ক কে হচ্ছেন, জল্পনা চলছে তা নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। পাকাপাকিভাবে নতুন অধিনায়ক হিসেবে পছন্দের শীর্ষে আছেন হার্দিক পান্ডিয়া।

পান্ডিয়া নতুন অধিনায়ক হবেন কিনা এ নিয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানালেন, ‘‘নতুন অধিনায়ক ঠিক করবেন নির্বাচকরা। নির্বাচকদের সঙ্গে কথা বলেই ঘোষণা করা হবে। হার্দিকের কথা বলা হলে বলব  ওর ফর্ম নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু নির্বাচকরা হার্দিকের উপর ভরসা দেখিয়েছেন, সেই আস্থার প্রতিদানও দিয়েছে হার্দিক।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত