সঙ্গীতভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল গান বাংলার এমডি এবং সুরকার ও গায়ক কৌশিক হোসেন তাপসকে ঢাকার উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. সাইফুজজামানের আদালত এ আদেশ দেয়। মামলায় তাকে সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনের ওপর শুনানি হবে আগামী ৬ নভেম্বর।
পুলিশ জানিয়েছে, রবিবার মধ্যরাতে ঢাকার প্রগতি সরণিতে গান বাংলার অফিসের সামনে থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়।
সোমবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিববুল্লাহ লিখিতভাবে এই আবেদন করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামি মামলার ঘটনায় জড়িত বলে জানা যায়। আসামিকে জামিনে মুক্তি দিলে আইন শৃঙ্খলার অবনতিসহ মামলার তদন্তে ব্যাঘাতসহ তার দেশত্যাগ করার আশঙ্কা রয়েছে। আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হস্তে দমন করার জন্য ক্ষমতাচ্যুত সরকারের নেতা-কর্মীদের উস্কানি দিয়েছেন। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। মামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত।
রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, ঘটনায় জড়িত অপরাপর অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য এবং মামলায় ব্যবহৃত আলামত উদ্ধার করতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত রহস্য উদঘাটন, অজ্ঞাতপরিচয় আসামি সনাক্ত ও গ্রেপ্তার এবং আলামত উদ্ধার করা সম্ভব হবে।
আদালতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় তাকে কারাগারে পাঠিয়ে আগামী ৬ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ দেয় আদালত।
মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে গত ২৯ অক্টোবর পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি গান বাংলার এমডি তাপস।