টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। সেই টেস্টে শুরুতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৩৫৮ রানের পুঁজি। প্রথম দিন সেঞ্চুরি করেছিলেন রায়ান রিকেলটন। পোর্ট এলিজাবেথ টেস্টে প্রোটিয়ারা দিন শেষ করেছিল ৭ উইকেটে ২৬৯ রানে। আজ (শুক্রবার) দ্বিতীয় দিন কাইল ভেরেইনের সেঞ্চুরিতে তাদের স্কোরটা পৌঁছে ৩৫৮-তে। ভেরেইন অপরাজিত ছিলেন ১০৫ রানে। টেস্টে এটা তার তৃতীয় সেঞ্চুরি।
ব্যাট হাতে শ্রীলঙ্কা অবশ্য ভালোই জবাব দিচ্ছে। ৬০ ওভারে তারা ৩ উইকেটে করেছে ২১৪ রান। অ্যাঞ্জেলো ম্যাথুজ ৩০ আর কামিন্দু মেন্ডিস ব্যাট করছেন ১২ রানে। এক পর্যায়ে ১ উইকেটে লঙ্কানদের স্কোর ছিল ১৫০ রান। পাথুম নিশাঙ্কা ৮৯, দিমুথ করুনারত্নে ২০ আর দিনেশ চান্ডিমাল আউট হন ৪৪ রানে।
প্রথম দিন রিকেলটনের সেঞ্চুরি ছিল ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার অষ্টম ব্যাটারের টেস্ট সেঞ্চুরি। এক বছরে এটা তাদের যৌথ সর্বোচ্চ। দ্বিতীয় দিন সেঞ্চুরি করেন উইকেটরক্ষক ভেরেইনও।
এ বছর এটা ভেরেইনের দ্বিতীয় সেঞ্চুরি। অক্টোবরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ১১৪। তার সেরা ইনিংস ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৬*।
আজ সেটা ছাড়িয়ে যেতে পারেননি সতীর্থরা সঙ্গ দিতে না পারায়। শেষ পর্যন্ত ২০২ মিনিট ক্রিজে থেকে ১২ বাউন্ডারি ৩ ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। লাহিরু কুমারা ৭৯ রানে ৪টি আর আসিথা ফার্নান্দো ১০২ রানে নেন ৩ উইকেট।