Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ভেরেইনের সেঞ্চুরির পর শ্রীলঙ্কার জবাব

১০৫ রানে অপরাজিত ছিলেন কাইল ভেরেইন। ছবি : ক্রিকইনফো
১০৫ রানে অপরাজিত ছিলেন কাইল ভেরেইন। ছবি : ক্রিকইনফো
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। সেই টেস্টে শুরুতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৩৫৮ রানের পুঁজি। প্রথম দিন সেঞ্চুরি করেছিলেন রায়ান রিকেলটন। পোর্ট এলিজাবেথ টেস্টে প্রোটিয়ারা দিন শেষ করেছিল ৭ উইকেটে ২৬৯ রানে। আজ (শুক্রবার) দ্বিতীয় দিন কাইল ভেরেইনের সেঞ্চুরিতে তাদের স্কোরটা পৌঁছে ৩৫৮-তে। ভেরেইন অপরাজিত ছিলেন ১০৫ রানে। টেস্টে এটা তার তৃতীয় সেঞ্চুরি।

ব্যাট হাতে শ্রীলঙ্কা অবশ্য ভালোই জবাব দিচ্ছে। ৬০ ওভারে তারা ৩ উইকেটে করেছে ২১৪ রান। অ্যাঞ্জেলো ম্যাথুজ ৩০ আর কামিন্দু মেন্ডিস ব্যাট করছেন ১২ রানে। এক পর্যায়ে ১ উইকেটে লঙ্কানদের স্কোর ছিল ১৫০ রান। পাথুম নিশাঙ্কা ৮৯, দিমুথ করুনারত্নে ২০ আর দিনেশ চান্ডিমাল আউট হন ৪৪ রানে।

৮৯ রানে আউট হন পাথুম নিশাঙ্কা। ছবি : ক্রিকইনফো

প্রথম দিন রিকেলটনের সেঞ্চুরি ছিল ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার অষ্টম ব্যাটারের টেস্ট সেঞ্চুরি। এক বছরে এটা তাদের যৌথ সর্বোচ্চ। দ্বিতীয় দিন সেঞ্চুরি করেন উইকেটরক্ষক ভেরেইনও।

এ বছর এটা ভেরেইনের দ্বিতীয় সেঞ্চুরি। অক্টোবরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ১১৪। তার সেরা ইনিংস ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৬*।

আজ সেটা ছাড়িয়ে যেতে পারেননি সতীর্থরা সঙ্গ দিতে না পারায়। শেষ পর্যন্ত ২০২ মিনিট ক্রিজে থেকে ১২ বাউন্ডারি ৩ ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। লাহিরু কুমারা ৭৯ রানে ৪টি আর আসিথা ফার্নান্দো ১০২ রানে নেন ৩ উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত