Beta
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরী মারা গেছেন

Shohidullah_Chowdhury
[publishpress_authors_box]

বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরী আর নেই। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর এ তথ্য জানিয়ে বলেছেন, শনিবার সকাল ৯টায় পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানানো হবে সহিদুল্লাহ চৌধুরীকে। সব মানুষের শ্রদ্ধা জানানোর সুবিধার্থে এরপর মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বেলা ১১টা পর্যন্ত চলবে শ্রদ্ধা নিবেদন পর্ব। 

সিপিবির সাবেক সভাপতি সহিদুল্লাহ চৌধুরী বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করেছেন অনেক দিন।

সহিদুল্লাহ চৌধুরী বেশ কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থ শরীর নিয়ে তিনি ২০২০ সাল থেকে পাটকল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন তিনি।

তিন দশক আগে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বাংলাদেশে কমিউনিস্ট পার্টিতে ভাঙন দেখা দিলে মূল দলের হাল ধরেছিলেন সহিদুল্লাহ চৌধুরী। ১৯৯৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত সিপিবির বিশেষ কংগ্রেসে সহিদুল্লাহ চৌধুরী সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৯ সাল পর্যন্ত সহিদুল্লাহ চৌধুরী সভাপতি পদে বহাল ছিলেন। পরে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য।  

সহিদুল্লাহ চৌধুরী ১৯৬৪ সালে ঢাকার ডেমরার লতিফ বাওয়ানী জুট মিলে সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেন। এরপর অর্ধশতকের বেশি সময় ধরে শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। ওই পাটকল সিবিএর সভাপতিও ছিলেন দীর্ঘদিন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত