Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

রেফারির সিদ্ধান্তে রিয়াল মাদ্রিদ ‘কাঁদছে’, অভিযোগ লা লিগা প্রধানের

real madrid-75
[publishpress_authors_box]

রিয়াল মাদ্রিদের ম্যাচ শেষে ঘুরেফিরেই আসছে একটি বিষয়- রেফারিং। মাদ্রিদের ক্লাবটির অভিযোগ রেফারির বাজে সিদ্ধান্তের ‘বলি’ হচ্ছে তারা। বারবার রেফারির দিকে আঙুল তোলায় ভীষণ চটেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তার অভিযোগ, কান্নাকাটি করে ‘মিথ্যা গল্প’ বানানোর চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ।

দিনকয়েক আগে ওসাসুনার বিপক্ষে লাল কার্ড দেখেছেন জুড বেলিংহাম। রেফারিকে গালি দেওয়ার অভিযোগে তিনি দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। যদিও বেলিংহাম ও রিয়াল মাদ্রিদ বলছে, রেফারিকে অসম্মান করার মতো কোনও কথা সেদিন বলেননি ইংলিশ মিডফিল্ডার। এরকম আরও বাজে রেফারিংয়ের অভিযোগ তুলে এ মাসের শুরুতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে চিঠিও পাঠিয়েছিল ক্লাবটি।

রেফারির সিদ্ধান্তের দিকে আঙুল তুলে নিজেদের টিভি চ্যানেল ও মিডিয়ার সামনে প্রায়ই বক্তব্য রাখছেন রিয়াল সংশ্লিষ্ট ব্যক্তিরা। এরই পরিপ্রেক্ষিতে তেবাস ধুয়ে দিয়েছেন মাদ্রিদের ক্লাবটিকে। সোমবার ইউরোপা প্রেসকে লা লিগা সভাপতি বলেছেন, “রিয়াল মাদ্রিদের সমর্থকরা যা করছে, সেটাতে আমি লজ্জিত। কেঁদে কেঁদে তারা এমন একটি গল্প তৈরি করেছে যা সত্য নয়। তারা বলছে যে, বিশ্বব্যাপী একটি ষড়যন্ত্র চলছে; আর তা হলো- সবাই মাদ্রিদের বিরুদ্ধে।”

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। ছবি: এক্স

রিয়ালের বিরুদ্ধে কোনও যড়যন্ত্র নেই উল্লেখ করে তেবাস বলেছেন, “তারা রিয়াল মাদ্রিদকে এমন একটি ষড়যন্ত্র-তত্ত্বে প্রবেশ করানোর চেষ্টা করছে, যা অস্তিত্ব নেই।” সঙ্গে যোগ করেছেন, “জিতলে তারা বলছে, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেই তাদের এই জয়। কিন্তু হেরে গেলে বলছে, রেফারির যড়যন্ত্রের কারণে হেরেছে।”

রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় লা লিগায় ‘কারচুপি ও ভেজালের’ অভিযোগ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে এ মাসের শুরুতে একটি খোলা চিঠি পাঠিয়েছিল রিয়াল। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে মাদ্রিদের ক্লাবটি।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তেবাস বলেছেন, “আমাদের প্রতিযোগিতা ও এর ক্লাবগুলোকে রক্ষা করতে হবে। এই অভিযোগ (কারচুপি ও ভেজাল) প্রতিযোগিতার অনেক ক্ষতি করেছে।”

রবিবার জিরোনার বিপক্ষে ২-০ গোলে জিতেছে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুর এই ম্যাচে কিছু মাদ্রিদ সমর্থক স্লোগান তোলেন- “তেবাস আমাদের কাছ থেকে চুরি করা বন্ধ কর”। এ প্রসঙ্গে তেবাস বলেছেন, “এটা আসলে পরিকল্পনা করেই করেছে, তাদের সবই প্রস্তুত ছিল।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত