অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলনা ভারতের লাপাতা লেডিস। সিনেমাটি ৯৭ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেতে লড়ছিল। এ ঘটনায় চলচ্চিত্র নির্মাতা হানসাল মেহতা ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া প্রকাশ্য সমালোচনা করলেন। এক এক্স বার্তায় মেহতা তার হতাশা ঢেকে রাখতে পারেনি।
মেহতা তার এক্স অ্যাকাউন্টে অস্কারের সংক্ষিপ্ত তালিকার এক স্ক্রিনশট শেয়ার করেন। তার ক্যাপশনে তিনি লেখেন, “ইন্ডিয়ার ফিল্ম ফেডারেশন তাদের ব্যর্থতার ধারাবাহিকতাই দেখালো, অতুলনীয়!”
গ্র্যামি বিজয়ী সুরকার রিকি কেজও অস্কারে লাপাতা লেডিস কে ভারতের প্রতিনিধি হিসেবে পাঠানোকে “ভুল নির্বাচন” বলেছেন। কেজ তার এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন, “আমরা কবে বুঝতে পারব…বছরের পর বছর ধরে…আমরা ভুল সিনেমা নির্বাচন করছি?”
তিনি আরও লিখেছেন, “দুঃখজনক হলো, আমরা এক ‘মেইনস্ট্রিম বলিউড’ বুদবুদে বাস করি। আমাদের উচিত ভালো সিনেমাগুলি খুঁজে বের করা। বাজেট বড় বা ছোট…বড় তারকা আছে কি নেই…দরকার শুধু শিল্পমূল্যসম্পন্ন সিনেমা।”
২০২৩ সালের সেপ্টেম্বরে, ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া লাপাতা লেডিস সিনেমাটিকে অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ক্যাটেগরির জন্য ভারতের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে।
যে ২৯টি ছবির তালিকা থেকে লাপাতা লেডিস নির্বাচিত করা হয়েছে, সে তালিকার মধ্যে পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট এবং জাতীয় পুরস্কারজয়ী আত্তম সিনেমাও ছিল।
‘লাপাতা লেডিস’ ছিটকে গেলেও, অস্কার দৌড়ে ভারতের আশা এখনও শেষ হয়ে যায়নি। ব্রিটিশ-ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সন্ধ্যা সুরির ‘সন্তোষ’ অবশ্য অস্কারে যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করছে। পাশাপাশি, গুনীত মঙ্গার এর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অনুজা’ অস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নেওয়ায়, অস্কারে ভারতের আশা কিছুটা হলেও রয়ে গেছে।