ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামান ‘জয় বাংলা’ স্লোগান দেন। তখন বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী তাকে কিল-ঘুষি-লাথি মারতে থাকেন। পরে কয়েকজন আইনজীবী তাকে উদ্ধার করে নিয়ে যান।
তবে এই বিষয়ে ভুক্তভোগী আইনজীবীর কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সাবেক মেয়র আতিকুলের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বলেন, “আমি কোর্টের ভেতরে ছিলাম। তবে শুনেছি বাহিরে এক আইনজীবীকে মারধর করা হয়েছে। বিষয়টি খুব দুঃখজনক। ওই আইনজীবী আসামিদের পক্ষে ছিলেন বলে জানতে পেরেছি।”
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল জানান, “সকালে এই ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেননি। আর কাউকে আটকও করা হয়নি।
তিনি বলেন, “জয় বাংলা স্লোগান দেওয়ায় বিএনপিপন্থী আইনজীবীরা তাকে আঘাত করেছে বলে জানতে পেরেছি।”
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে আদালত প্রাঙ্গণে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের আধিপত্য চলছে। আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি ও দলটির নেতারা বিভিন্ন সময়ে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের হামলার শিকার হয়েছেন।
এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি ও দলটির নেতাদের বিরুদ্ধে মামলার শুনানিতে প্রত্যাশিত আদেশ না পেলে হইচইয়ের পাশাপাশি বিচারকদের উদ্দেশ করে কটূ মন্তব্য, ফাইল নিক্ষেপ, টেবিল ধাক্কাসহ নানা ঘটনাও ঘটছে।
এর মধ্যে গত মঙ্গলবার আদালত প্রাঙ্গণে মিছিল করতে দেখা যায় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের, যা আওয়ামী লীগের সরকার পতনের পর প্রথম। সেদিন একজনকে গ্রেপ্তার করা হলেও হামলা বা মারধরের ঘটনা ঘটেনি।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মারধরের শিকার হলেন এক আইনজীবী।