জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারবিরোধী মিছিল ও লিফলেট বিতরণের অভিযোগে করা মামলায় ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আবু হাসিব মুক্তসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক কেএম রেজাউল করিম। আসামিপক্ষের আইনজীবী ফারাজানা ইয়াসমিন রাখি তাদের জামিন চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথির আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
অপর দুই আসামি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ ও ঝালকাঠি জেলার রাজাপুর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সাইফুজ্জামান রুবেল।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের শেওড়াপাড়া থেকে ছাত্রলীগের এই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়।
মামলায় বলা হয়, গত ১ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আসামিরা লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ, স্লোগান, মিছিল দিয়ে তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষে অপপ্রচারের উদ্দেশে জনগণের সম্মুখে কালো আইন বাতিল, নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে। ঘটনার দিন আসামিরা সংঘবদ্ধভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লিফলেট বিতরণ করেছে।
এসব অভিযোগ এনে পরদিন শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করে পুলিশ।