দেশে শীতের তীব্রতা কিছুটা কমে আসার মধ্যে রংপুর বিভাগে হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যত্র আকাশ শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য।
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমের স্বাভাবিক লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, উল্লেখিত সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে সপ্তাহের শেষ দিকে রাতের তাপমাত্রা কমে আসতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সেই সঙ্গে সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
সোমবার সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।