Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

শেষের গোলে মেসিদের হোঁচট

m2
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

জয়ের পথেই ছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আজ নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে এগিয়ে ছিল নির্ধারিত ৯০ মিনিটে। তবে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটের গোলে হোঁচট খেল তারা। ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।

প্লে-অফে আগেই জায়গা নিশ্চিত করা ইন্টার মায়ামি এবার স্বপ্ন দেখছে এমএলএসে সর্বোচ্চ পয়েন্টের। এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টে চোখ তাদের, ২০২১ সালে যা গড়েছিল নিউ ইংল্যান্ড। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা মায়ামির পয়েন্ট ৩০ ম্যাচে ৬৪। শেষ ৪ ম্যাচে তিন জয়, একটি ড্র হলে রেকর্ডটা ভাঙতে পারবে মায়ামি।

লিওনেল মেসি আজ গোল পাননি, এমনকি গোলে সহায়তাও করতে পারেননি।  ৭৫ মিনিটে মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা। জর্দি আলবার পাস থেকে গোলটা করেন তিনি।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জেমস স্যান্ডসের গোলে ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে নিউইয়র্ক সিটি এফসি। সান্তিয়াগো রদ্রিগেজের কর্নার থেকে অসাধারণ হেডে গোলটি করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত