চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল আইসিসিতে পাঠিয়েছে বিসিবি। তবে এই দলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন আনার সুযোগ আছে। আর এই সুযোগের ভাগ্য খুলতে পারে ফর্ম ফিরে পাওয়া লিটন দাস। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির দলে এই ব্যাটারের নাম চলে আসার সুযোগ শেষ হয়নি।
গত ১২ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির দল দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাদ পড়ার দিনে ১২৫ রানের রেকর্ড গড়া ইনিংস উপহার দেন লিটন। বিপিএলে ওই সেঞ্চুরির আগে খেলেছেন ৭৩ রানের ইনিংস। সবশেষ ম্যাচে করেছেন ৭০ রান। এমন ফর্মে ফেরা লিটনকে তাই জাতীয় দলে ফেরানোর পথ খোঁজা হচ্ছে।
ব্যাটে রান পাওয়ায় লিটনের দলে ফেরার সুযোগ আছে কিনা এমন প্রশ্নে সকাল সন্ধ্যাকে দল জাতীয় দল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, “এমনটা হতেই পারে, সুযোগ অবশ্যই আছে। আমি না ও বলছি না, হে ও বলছি না। নিয়মের মধ্যেই আছে যে ফেব্রুয়ারির ১২ তারিখ পর্যন্ত এই দলে যে কোন পরিবর্তন আনার সুযোগ আছে।”
কিন্তু কীভাবে লিটন দল ঘোষণার পর সুযোগ পেতে পারেন। এর উত্তরে সূত্র জানিয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও এমনটা হয়েছিল, “এর আগেও কিন্তু এমন হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। দলে সাইফউদ্দিনের নাম দেওয়া হয়েছিল, কিন্তু পরে বদল করে সাকিবকে বিশ্বকাপে পাঠানো হয়।”
লিটনের ভাগ্য চ্যাম্পিয়নস ট্রফিতে খোলা থাকছে কিনা সেই প্রক্রিয়া শুরু হবে বিপিএলে পর, “এখন জাতীয় দলের যারা বিপিএলে খেলছে, টুর্নামেন্ট শেষে তাদের নিয়ে আলোচনা হবে। নির্বাচকরা দেখবেন ১৫ সদস্যের কি অবস্থা আর বাইরে থাকাদের কি অবস্থা। তখন যদি পরিস্থিতি তৈরি হয় যে ওই মুহূর্তে ফর্মে থাকাদের বিবেচনা করা হবে, তাহলে লিটনের সুযোগ এখনও হারিয়ে যায়নি।”
তাই বলে আগেই পারভেজ হোসেন ইমনের জায়গা নড়বড়ে হয়ে গেছে এমনটা ভাবতে নারাজ ওই সূত্র, “একটা ফিফটি অনেক পরিবর্তন আনতে পারে। লিটন তো একটা ৭০ প্লাস রানের পর টানা ভালো করছে। এখন ইমন একটা সেঞ্চুরি করলে সে ফর্মে চলে আসবে। এজন্য আগেই সিদ্ধান্ত বা কোন কিছুর শেষ বলা যাবে না। একটু অপেক্ষা করতে হবে।”
২০১৫ সালে ওয়ানডে অভিষেকের পর থেকে লিটনকে ছাড়া কোন আইসিসি টুর্নামেন্ট খেলেনি বাংলাদেশ। এই প্রথম আইসিসি আসরের দল থেকে বাদ পড়লেন এই উইকেটরক্ষক ব্যাটার। অবশ্য বাদ এখনও বলা যাচ্ছে না। লিটনের ভাগ্য সুপ্রসন্ন হতেও পারে।