Beta
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

লিটন এখন টাইগার্স ক্যাম্পে

litton-2
[publishpress_authors_box]

২০১৫ সালে ক্যারিয়ার শুরুর পর গত বছর প্রথমবার ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সেবার বাদ পড়লেও উইন্ডিজের বিপক্ষে বছরের শুরুর সিরিজে দলে ফিরেছিলেন। কিন্তু পারফরম্যান্সে আলো কাড়তে ব্যর্থ হন।

তাই চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদই পড়তে হয় লিটন দাসকে। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার পর পারফরম করেছিলেন। কিন্তু শেষদিকে আবারও তার ব্যাট রং হারানোয় নির্বাচকদের নজর কাড়তে পারেননি।

তাই সম্ভাবনা থাকলেও লিটন দাসকে দলের সঙ্গে করে দুবাই নিয়ে যায়নি বিসিবি। তবে লিটন একেবারে বসে থাকছেন না। জাতীয় দলের জন্য ক্রিকেটারদের তৈরি রাখার ক্যাম্পে যোগ দিয়ে প্রস্তুত থাকবেন। খালেদ মাহমুদ সুজনের সঙ্গে লিগে ওঠা নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সম্ভাবনা আছে লিটনের।

ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগ পর্যন্ত বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে যোগ দিচ্ছেন লিটন। চ্যাম্পিয়নস ট্রফিতে কোন ক্রিকেটার ইনজুরিতে পড়লে সুযোগ থাকবে লিটনের যোগ দেওয়ার।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, “এই ক্যাম্পে আমাদের যে ২১-২২ জন ক্রিকেটার জাতীয় দলের বাইরে আছেন তারা অনুশীলন করবেন। ১০-১২ দিনের মতো ক্যাম্প হবে যেন ক্রিকেটাররা অনুশীলনের মধ্যে থাকেন। এটা মিরপুরেই হবে।”

আগামী ৩ মার্চ থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। লিগের দলবদল হবে ২২ ও ২৩ ফেব্রুয়ারি। গত কয়েক মৌসুমের মতো এবারও ক্লাবগুলো সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে নিচ্ছে।

আবাহনীর দীর্ঘদিনের কোচ খালেদ মাহমুদ সুজন এবার দলটির কোচ হিসেবে থাকছেন না। তার জায়গায় দলটির কোচ হয়েছেন হান্নান সরকার। প্রিমিয়ার লিগে ওঠা নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কোচ হয়েছেন খালেদ মাহমুদ সুজন।

গত মৌসুমের ধারাবাহিকতায় এবারও ঢাকা প্রিমিয়ার লিগে কোনো বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছে না। লিগের ম্যাচগুলো হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।

এবারের আসরে খেলা ১২টি দল হচ্ছে, আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, পারটেক্স স্পোর্টিং ক্লাব।

গত আসর থেকে অবনমিত হয়ে প্রথম বিভাগে নেমে গেছে সিটি ক্লাব ও গাজী টায়ার ক্রিকেট ক্লাব।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত