Beta
বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

ঢাকার মূল ক্রিকেটার লিটন

liton
[publishpress_authors_box]

বিপিএলের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে বড় লড়াইয়ের দেখা মিলবে। মুখোমুখি হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস ও বিপিএলের অন্যতম পুরোনো দল রংপুর রাইডার্স। এই ম্যাচে রংপুরের চেয়ে নতুন ফ্র্যাঞ্চাইজির দিকেই নজর থাকবে সবার।

বিপিএলে এই প্রথম কোন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সরাসরি যুক্ত আছেন সিনেমা জগতের একজন। বাংলাদেশের সেরা নায়ক সাকিব খানের মালিকানা আছে ঢাকা ক্যাপিটালসে। তাই দলটির প্রতি আগ্রহ সবার। তবে এই দলেই আছে বাংলাদেশের অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটাররা।

ঢাকা ক্যাপিটালসে খেলবেন লিটন দাস, মোস্তাফিজুর রহমান। এছাড়া তানজিম হাসান তামিম ও শাহাদাত হোসেন দিপুরা আছেন। তবে এই দলের অধিনায়ক সাবেক শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরারার কাছে বাকি সবার চেয়ে এগিয়ে আছেন লিটন। পেরেরার চোখে ঢাকার মূল ক্রিকেটার লিটন।

সংবাদ সম্মেলনে এই অধিনায়ক জানিয়েছেন, “লিটন আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে আটকানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ করেছে। আমি বলতে পারি, লিটনই আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং-বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের মূল ভূমিকায় থাকবে।”

বাংলাদেশের ক্রিকেটে পুরোনো মুখ থিসারা। দেশের ক্রিকেটারদের বেশ ভালো করেই চেনেন তিনি। জানিয়েছেন, “স্থানীয় ক্রিকেটারদের আমি ভালোভাবে চিনি, কীভাবে তাদের থেকে সেরাটা আদায় করতে হবে, জানি। কিছু অপরিচিত নাম থাকলেও তারা ভালো খেলেছে বলেই দলে নেওয়া হয়েছে। আমাদের দলে সেরা কয়েকজন স্থানীয় খেলোয়াড় আছে।”

নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা চ্যালেঞ্জ জানানোর মতো দল রংপুর। সদ্য নিজেদের সামর্থ্যে বৈশ্বিক আসর গ্লোবাল সুপার লিগ জিতেছে তারা। আত্মবিশ্বাসে তাই ভরপুর দলটি। এছাড়া তরুণ আজিজুল হাকিম তামিম রংপুরের জার্সিতে ব্যাট হাতে আগুন ঝড়াচ্ছেন নেটে। সব মিলিয়ে নুরুল হাসান সোহানরা নিজেদের প্রথম ম্যাচের জন্য ভালোভাবেই তৈরি আছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত