রান উৎসবই হল চট্টগ্রামে। ঢাকা ক্যাপিটালসের ৬ উইকেটে ১৯৬ রানের জবাবে জয়ের আশা জাগিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৩। মোস্তাফিজুর রহমানের প্রথম বলে ছক্কা মারেন সামিউল্লাহ শেনওয়ারি। পরের বলটা ওয়াইড। এরপরের বলে বাউন্ডারি।
ম্যাচে সিলেটের জয়ের সম্ভাবনা জাগে ভালোভাবে। তবে শেষ চার বলে বদলে যায় ছবিটা। চতুর্থ বলে আরিফুলকে (১৩ বলে ২৯ রান) ফেরান মোস্তফিজ। ১২ রান করে শেনওয়ারি হন রান আউট। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৯০-এ থামে সিলেট। ঢাকা পায় ৬ রানের রোমাঞ্চকর জয়।
এবারের বিপিএলে এটা ঢাকার দ্বিতীয় জয়। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে আছে সিলেট।
বড় রান তাড়ায় সিলেটকে ম্যাচে রেখেছিলেন রনি তালুকদার। ৪৪ বলে ৬৮ করেছিলেন তিনি। অ্যারন জোন্স ৩২ বলে ৩৬ করায় রান রেটটা কমে যায় সিলেটের। ১৩ বলে ৫ বাউন্ডারিতে ২৮ করে রান রেট আবারও বাড়িয়ে নেন জাকের আলী।
তবে শেষ ওভারের নাটকে আর জেতা হল না সিলেটের। ৪ ওভারে ৪৬ রানে ২ উইকেট মোস্তাফিজের। অধিনায়ক থিসারা পেরেরাও নেন ২ উইকেট।
এর আগে লিটন দাসের বিস্ফোরক ইনিংসে বড় পুঁজিই পেয়েছিল ঢাকা। ৪৮ বলে ৪ বাউন্ডারি ৪ ছক্কায় ৭০ রান করেন চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া এই ওপেনার। তানজিদ হাসান করেছিলেন ১৬ বলে ২২।
শেষ দিকে থিসারা পেরেরার ১৭ বলে ৩ বাউন্ডারি ৩ ছক্কায় ৩৭ রানের স্কোরটা ১৯৬-এ পৌঁছে ঢাকা ক্যাপিটালসের। পাশাপাশি ২ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা হন থিসারা পেরেরা।