ম্যাচের পর ম্যাচ খেলে যাবেন কিন্তু দলকে কিছু দিতে পারবেন না, এমনটা হতে পারেনি। লিটন দাসকে নিয়ে বিসিবি অনেক অপেক্ষা করেছে। কিন্তু অপেক্ষার প্রত্যাশায় পারফরম্যান্সের প্রতিফলন সেভাবে আসেনি। অবশেষে মোহ কাটল, ক্লাসিক্যাল লিটন বাদ পড়লেন বৈশ্বিক আসর থেকে।
লিটনের বাদ পড়ার ব্যাখ্যা দিতে গিয়ে রবিবার মিরপুরে প্রধান নির্বাচক গাজী আশারফ হোসেন লিপু অনাস্থার কথাই তুলে ধরলেন। লিটনকে অনেক সুযোগ দিলেও আস্থা অনুযায়ী পারফরম করতে পারছেন না। তাই লিটনকে আর অটোমেটিক চয়েজ হিসেবে দেখছেন না নির্বাচকরা।
গাজী আশরাফ হোসেন বলেছেন, “লিটন আউট অব ফর্ম। আউটের ধরণ অনেকটা একইরকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার, সেটা হচ্ছে না। ক্রিজে টিকে থাকতে পারছে না। এক্সপোজ হয়ে গেছে। বিপক্ষ দলের অ্যানালিস্টরা লিটনের বিপক্ষে অনেক বেশি সফল হয়ে যাচ্ছে। তবু সুযোগ দিয়েছিলাম। কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই।”
অনাস্থার ব্যাপারটি আরও একটু পরিষ্কার করে প্রধান নির্বাচক বলেছেন, “লিটনের অতীত পারফরম্যান্স, ইতিহাস অবশ্যই দেখা হয়। নিকট অতীত বেশি দেখা হয়। উইন্ডিজে আমরা সব ম্যাচেই রান করেছি। সেখানেও (লিটন) ফেল করায় তার ওপর আত্মবিশ্বাস রাখা কঠিন হয়ে যায়। পাকিস্তানে ওপর (ব্যাটিং অর্ডারে) থেকেই রান আসতে হবে। তাই আউট অব ফর্ম কাউকে নিতে পারছি না।”
আফগানিস্তানে ভালো করে লিটনের জায়গাটা নিয়ে নিয়েছেন সৌম্য সরকার। নতুন জীবন পাওয়া এই ব্যাটার উইন্ডিজেও রান পেয়েছেন। তাই ওপেনিংয়ে এখন তানজিদ হাসান তামিমের সঙ্গে সৌম্যকে রাখছেন প্রধান নির্বাচক।
লিটনকে বাদ দেওয়া হলেও তাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সময়টায় কাজ করা হবে বলে জানিয়েছেন গাজী আশরাফ, “লিটনের ক্লাস নিয়ে সন্দেহ নেই। ফর্মে সংকট দেখা দিলে সেখান থেকে বের করতে যদি কাজ করতে পারি তাহলে তাকে ভালোভাবে বের করে আনতে পারব। আমাদের বিশেষজ্ঞরা কাজ করার সুযোগ পাবে এই সময়ে।”