আরেক মাইলফলকে ক্রিস্তিয়ানো রোনালদো। এবার আল নাসরের হয়ে গোল ও অ্যাসিস্টের সেঞ্চুরিতে পা রাখলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
মঙ্গলবার সৌদি প্রো লিগে আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। জোড়া গোল করেছেন রোনালদো। তাতে আল নাসরে ৯২ ম্যাচে তার গোল এখন ৮৩টি আর অ্যাসিস্ট ১৮টি। গোল-অ্যাসিস্ট মিলিয়ে সংখ্যাটা ১০১।
রোনালদোর ক্যারিয়ার গোল এখন ৯১৯টি, হাজার গোলের মাইলফলকে পা রাখতে দরকার আর ৮১টি। এই মৌসুমে ১৫ ম্যাচে ১৩ গোল করে সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরারও তিনি। কে বলবে, আর কদিন পর রোনালদো পালন করবেন ৪০তম জন্মদিন।
৬৫তম মিনিটে আল নাসরকে এগিয়ে নেন রোনালদো। সৌদি ক্লাবটির হয়ে তাতে পূরণ হয় শততম গোল ও অ্যাসিস্ট।
৮০তম মিনিটে পেনাল্টি থেকে আল খালিজ সমতা ফেরালেও পরের মিনিটেই আল নাসরকে এগিয়ে নেন সুলতান আল-ঘানাম। ইনজুরি টাইমের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো।