ছুটে চলেছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগে জিরোনাকে ১-০ গোলে হারিয়ে সবার আগে নকআউটের টিকিট নিশ্চিত করল তারা। টানা ষষ্ঠ জয়ে লিভারপুলের পয়েন্ট ১৮। পয়েন্ট টেবিলে এরপর যতই ওলট-পালট হোক, সরাসরি নকআউটে খেলা নিশ্চিত হয়ে গেছে তাদের।
জিরোনার মাঠে ৬৩ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন মোহাম্মদ সালাহ। বক্সে লুইস দিয়াস ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিক থেকে চ্যাম্পিয়নস লিগে নিজের ৫০তম গোলটি করেন সালাহ।
অপর ম্যাচে শাখতার দোনেৎস্ককে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। কেভিনের গোলে পঞ্চম মিনিটে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। ১১তম মিনিটে সমতা ফেরান কনরাড লাইমার। টমাস মুলার সফরকারীদের এগিয়ে নেন ৪৫তম মিনিটে।
চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবারের ফল
লেভারকুসেন ১ : ০ ইন্টার মিলান
আতালান্তা ২ : ৩ রিয়াল মাদ্রিদ
লাইপজিগ ২ : ৩ অ্যাস্টন ভিলা
শাখতার ১ : ৫ বায়ার্ন
ক্লাব ব্রুগা ২ : ১ স্পোর্টিং লিসবন
ব্রেস্ত ১ : ০ পিএসভি
সালজবুর্গ ০ : ৩ পিএসজি
জিরোনা ০ : ১ লিভারপুল
জাগরেব ০ : ০ সেল্টিক
দ্বিতীয়ার্ধে ৭০ ও ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে জোড়া গোল ওলিসের। ৮৭ মিনিটে অপর গোলটি জামাল মুসিয়ালার। ৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে বায়ার্ন উঠে এসেছে ৮ নম্বরে।
জার্মানিরই অপর দল বায়ার লেভারকুসেন ১-০ গোলে ইন্টার মিলানকে হারিয়ে এখন দুই নম্বরে। তাদের পয়েন্ট ১৩। সমান ১৩ পয়েন্ট হলেও গোল গড়ে ইন্টার চার নম্বরে।
পিএসজি ৩-০ গোলে হারিয়েছে সালজবুর্গকে। তারপরও ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা আছে ২৪ নম্বরে।