বছরের শেষটা বড় জয় দিয়েই করল লিভারপুল। ওয়েস্ট হামকে তারা রবিবার উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। একটি করে গোল লুইস দিয়াস, কোডি গাকপো, মোহাম্মদ সালাহ, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও দিয়োগো জটার। তাতে দুইয়ে থাকা নটিংহামের চেয়ে লিভারপুল এগিয়ে ৮ পয়েন্টে।
৩০ বছর পর গত ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন আক্রমণভাগের ত্রয়ী মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও রবার্তো ফিরমিনো ত্রয়ীর।
নতুন কোচ আর্নে স্লট পেয়েছেন সালাহকে। তবে ক্লাব ছেড়েছেন ফিরমিনো ও মানে। তাদের জায়গায় স্লট গড়ে তুলেছেন নতুন ত্রয়ী সালাহ-দিয়াস-গাকপোকে। কার্যকারীতায় তারাও কিন্তু পিছিয়ে নেই।
একটা তুলনা করা যাক। ২০১৯-২০ মৌসুমে লিগ জয়ের পথে লিভারপুলের হয়ে আক্রমণের ডান প্রান্তে থাকা মোহাম্মদ সালাহ গোল করেছিলেন ১৯ আর অ্যাসিস্ট ১০টি।
প্রতিটা গোল করেছিলেন ১৫১.৮ মিনিটে। সেখানে নতুন মৌসুমে ১৮ ম্যাচ শেষেই সালাহর গোল ১৭ ও অ্যাসিস্ট ১৩টি। প্রতিটা গোল করেছেন ৯৩.৩ মিনিটে।
২০১৯-২০ মৌসুমে বাম প্রান্তে থাকা সাদিও মানের গোল ছিল ১৮, অ্যাসিস্ট ৭টি। গোল করেছিলেন ১৫২.৯ মিনিটে। এবার বামে থাকা গাকপো গোল করেছেন ৫টি অ্যাসিস্ট ২টি, গোল করেছেন ১৮০.৬ মিনিট বাদে।
আর মাঝখানে থাকা ফিরমিনো সেবার গোল করেছিলেন ৯ আর অ্যাসিস্ট ৮টি। এবার দিয়াস গোল করেছেন ৯ ও অ্যাসিস্ট ২টি। আগের ত্রয়ীর যোগ্য উত্তরসূরিই হয়ে উঠেছেন তারা।
এদিকে দুঃস্বপ্নের বৃত্তে থাকা ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে হামজা চৌধুরীর লেস্টার সিটিকে। একটি করে গোল সাভিনহো ও হলান্ডের। তবে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট থাকায় শিরোপার আশাই করছেন না কোচ পেপ গার্দিওলা, ‘‘প্রিমিয়ার লিগ জয় থেকে আমরা এখন অনেক দূরে। মেনে নিয়েছি যে, আমাদের আর কোনো সুযোগ নেই। তবে অন্য কিছুর জন্য আমাদের লড়াইয়ের সুযোগ আছে।’’