Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

দাবানলের কবলে লস অ্যাঞ্জেলেস: পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি

Wildfire in Los angeles
[publishpress_authors_box]

দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। শেষ খবর পাওয়া পর্যন্ত দাবানল গ্রাস করেছে ২৭০০০ একর এলাকা। জানা গেছে, ভয়াবহ এ দাবানলে নিহত হয়েছে ৫ জন এবং আহত অসংখ্য মানুষ। দাবানল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে।

দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আল্টাডিনা, সিলমার এবং প্যাসিফিক প্যালিসেডস। আর এই এলাগুলোতেই বসবাস করেন হলিউডের বহু তারকা ও সেলিব্রিটি।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানা গিয়েছে, গত জুলাই মাসেই প্যাসিফিক প্যালিসেডস-এ ২০.৫ মিলিয়ন ডলার খরচ করে একটি ‘ব্যাচেলর প্যাড’ কিনেছিলেন অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেক।  

‘দ্য আর্গো’ সিনেমার এই পরিচালককে গত মঙ্গলবার বাড়ি থেকে সরিয়ে নিয়েছে দমকল বাহিনী। অ্যাফ্লেক এখন তিনি তার প্রাক্তন স্ত্রী বাড়িতে অবস্থান করছেন।

গায়িকা এবং ‘দিস ইজ আস’ সিনেমার অভিনেত্রী ম্যান্ডি মুর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে লিখেছেন-

“ভালোবাসি, আল্টাডিনা। আমার পরিবার আর পোষা প্রাণীদের নিয়ে যে সময়মতো বের হয়ে আসতে পেরেছি তার জন্য স্রষ্টার কাছে কৃতজ্ঞতা।”

এমি পুরস্কারজয়ী অভিনেতা জেমস উডস তার এক্স হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন-

“অসাধারণ ওই মানুষদের জানাই ধন্যবাদ, যারা আমাদের খোঁজ খবর নিয়েছেন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।  আমি জানি না আমাদের বাড়ি এখনও অক্ষত আছে কিনা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, রাস্তার অনেক বাড়ি পুড়ে গেছে।”

ভয়াবহ এই দাবানলে বাড়ি হারিয়েছেন হলিউড তারকা প্যারিস হিলটন।

তার এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “পরিবারের সবার সঙ্গে বসে নিউজ দেখছি, টিভিতে লাইভ দেখতে পাচ্ছি ম্যালিব্যুতে আমাদের বাড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এমন ভাগ্য কাউকেই যেন বরণ করে নিতে না হয়।”

তিনি আরও লিখেছেন, “এই বাড়িটিকে ঘিরে ছিল আমাদের অমূল্য অনেক স্মৃতি।”

এদিকে দাবানলের হাত থেকে বাঁচাতে অস্কারজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিসকে তার বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “আমাদের বাড়ির আশেপাশের এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। তবে আমাদের বাড়ি নিরাপদ আছে। অসংখ্য মানুষ তাদের সবকিছু হারিয়েছে।”

জানা গেছে, প্যাসিফিক প্যালিসেডস-এ টম হ্যাংকস, স্টিভেন স্পিলবার্গ এবং রিটা উইলসনের মতো তারকারাও থাকেন।  

টম হ্যাঙ্কসের ছেলে চেট হ্যাঙ্কস তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আমার শৈশবের আবাস পুড়ে ছাই হয়ে যাচ্ছে। প্যালিসেডসে-কে আপনাদের প্রার্থনায় রাখুন।”

রোববারই ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়ান ব্রোডি। মার্কিন গণমাধ্যম টিএমজেড জানিয়েছে, দাবানলে অস্কারজয়ী এই অভিনেতার বাড়িও পুড়ে গেছে। একই অবস্থা গায়িকা-অভিনেত্রী লেটেন মিস্টারের বাড়িরও।

অভিনেতা বিলি ক্রিস্টালের বাড়িও পুড়ে গেছে। প্যাসিফিক প্যালিসেডসের এ বাড়িতেই স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন তিনি।

ভয়াবহ অভিজ্ঞতা জানিয়েছেন ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসেও। তার বাড়িও পুড়ে ছাই। কোনোমতে প্রাণে বেঁচে রয়েছেন পরিবারের অন্যরা।

এদিকে, প্রিয়াঙ্কা চোপড়াও একটু পর পর তার ইনস্টাগ্রাম স্টোরিতে দাবানলের শেষ খবর শেয়ার করে যাচ্ছেন।

উদ্ধারকর্মীদের প্রশংসা করে তিনি লিখেছেন, “ উদ্ধারকর্মীদের প্রতি জানাই অশেষ শ্রদ্ধা। রাতভর অক্লান্ত পরিশ্রম করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।”

ছবি জেমি লি কার্টিসের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে নেয়া

আমেরিকার জাতীয় এই দুর্যোগে অস্কার মনোনয়ন ঘোষণার তারিখ পেছানো হয়েছে।

চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, দাবানালের কারণে অস্কার মনোনয়ন ঘোষণা পেছনে হয়েছে, বাড়ানো হয়েছে ভোটদানের সময়ও। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৭ জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার কথা ছিল।

কিন্তু এখন সেটা দুই দিন পিছিয়ে মনোনয়ন ঘোষণার তারিখ ১৯ জানুয়ারি করা হয়েছে। ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে মনোনয়নের জন্য ভোটদান, যা ১২ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী, ১৪ জানুয়ারি পর্যন্ত ভোট দিতে পারবেন একাডেমির ভোটাররা।

পিছিয়েছে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডও। চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের এক বছরের সেরা কাজের পুরস্কার দেওয়া হয় এই আয়োজনে। আগামী রোববার এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এখন তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত