কানের কাছ দিয়ে গুলি গেছে রিয়াল মাদ্রিদের! ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো আলভারেসের বিপক্ষে জিতেছে ৩-২ গোলে। শেষ দিকে ২ মিনিটে ২ গোল করে রিয়াল সমর্থকদের মনে ভয়ই ধরিয়ে দিয়েছিল সফরকারীরা। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও আতঙ্ক দূর হয়নি রিয়ালের। চোটে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডকে তিন সপ্তাহের জন্য হারাতে পারে মাদ্রিদের ক্লাবটি।
আলাভেসের বিপক্ষে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। লস ব্লাঙ্কোদের জার্সিতে সাত ম্যাচে এটি তার পঞ্চম গোল। প্যারিস সেন্ত জার্মেই থেকে বার্নাব্যুতে যোগ দেওয়ার পর থেকে ফর্মের তুঙ্গে তিনি। কিন্তু ৮০তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন এমবাপ্পে। বাঁ পায়ের অস্বস্তি নিয়ে তিনি বদলি হলেও কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন ‘সাধারণ ব্যথার’ কথা।
কিন্তু বুধবারের (২৫ সেপ্টেম্বর) ডাক্তারি পরীক্ষায় খারাপ খবরই এসেছে। রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে, বাঁ পায়ে চোট পেয়েছেন এমবাপ্পে। এক বিজ্ঞপ্তিতে মাদ্রিদের ক্লাবটি জানিয়েছে, “আজ (বুধবার) রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসেস আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে পরীক্ষা করে দেখেছে, তার বাঁ পায়ের বাইসেপস ফেমোরিসে আঘাত লেগেছে। তার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।”
এমবাপ্পেকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে, এ ব্যাপারে কিছু জানায়নি রিয়াল। তবে দ্য অ্যাথলেটিক জানাচ্ছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ফরাসি তারকাকে। এই সময়ে তিনি রিয়াল ও জাতীয় দল ফ্রান্স মিলিয়ে ৫ ম্যাচ মিস করবেন।
আগামী রবিবার ওয়ান্দা মেত্রোপোলিতানোয় নগর প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পেকে পাচ্ছে না লস ব্লাঙ্কোরা। মাদ্রিদ ডার্বি ছাড়াও চ্যাম্পিয়নস লিগে লিলের ম্যাচটিতেও হয়তো দেখা যাবে না এই ফরোয়ার্ডকে। এরপর ৬ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচেও অনিশ্চিত তিনি।
এ তো গেল রিয়ালের ম্যাচ। জাতীয় দল ফ্রান্সের জার্সিতেও দুটি ম্যাচ মিস করতে পারেন এমবাপ্পে। চোট কাটিয়ে সুস্থ হয়ে ফিরতে অক্টোবরের আন্তর্জাতিক বিরতির সময় তিনি পুনর্বাসনের কাজ করবেন ভালদেবেবাসে। যদি তাই হয়, সেক্ষেত্রে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের নেশনস লিগের দুটি ম্যাচও মিস করবেন এমবাপ্পে।