Beta
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সুনামগঞ্জের সাবেক এমপি মানিক রিমান্ডে

mp manik remand 21-10-24
[publishpress_authors_box]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সহসভাপতি মুহিবুর রহমান মানিককে দুই দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

সোমবার সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র তার এই রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মাশুক আলম।

গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস-স্টেশন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে একই আদালতে এ মামলা হয় গত ২ সেপ্টেম্বর।

আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার হাফিজ আহমদ এ মামলায় ৯৯ জনের নাম উল্লেখ করেন; অজ্ঞাতপরিচয় আসামি করেন ১০০-১৫০ জনকে। পরে আদালতের নির্দেশে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলাটি নথিভুক্ত হয়।

মামলায় গত ১৫ অক্টোবর পাঁচবারের এমপি মানিকের ১০ দিন ও অন্য ৩২ আসামির ৫ দিন করে রিমান্ড আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত মানিককে দুই দিন ও এজাহারভুক্ত দুই আসামি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন ও ছাত্রলীগ নেতা রিগান আহমদকে এক দিন করে হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে। এজাহারবহির্ভূত ৩০ আসামিকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মাশুক আলম বলেন, “৪ আগস্ট সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর কেন হামলা চালানো হয় তার রহস্য জানতে গ্রেপ্তারকৃত আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের ১০ দিনের মধ্যে মাত্র ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এতে আমরা সন্তুষ্ট নই।”

মামলার দুই নম্বর আসামি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিনে রয়েছেন। তিন নম্বর আসামি মানিককে গত ৮ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত