Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

নাহিদের দায়িত্বে এখন মাহফুজ

মাহফুজ আলম।
মাহফুজ আলম।
[publishpress_authors_box]

উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার তিন মাস প্রথমবারের মতো কোনও মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মো. মাহফুজ আলম। এখন থেকে নাহিদ ইসলামের ছেড়ে যাওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামলাবেন তিনি।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন মো. নাহিদ ইসলাম। তবে অভ্যুত্থানের ছাত্রনেতাদের তৈরি নতুন দলের নেতৃত্ব নিতে মঙ্গলবার পদত্যাগ করেন তিনি।

নিয়ম অনুযায়ী, কোনও উপদেষ্টার পদ শূন্য হলে সঙ্গে সঙ্গে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার হাতে ন্যস্ত হয়। পরে তিনি অন্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করেন।

মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। সে অনুযায়ী, সরকারে মন্ত্রণালয়বিহীন থাকা উপদেষ্টা মাহফুজ আলমকে নাহিদের ছেড়ে যাওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

যে আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, সেই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’হিসাবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন খোদ ড. ইউনূস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহফুজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির দায়িত্ব নিয়ে আন্দোলন এগিয়ে নিতে ভূমিকা রেখেছিলেন।

লক্ষ্মীপুরের রামগঞ্জের সন্তান মাহফুজ মাদ্রাসা থেকে আলিম পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। পড়াশোনার সময় তিনি কয়েকটি পাঠচক্র পরিচালনা করতেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও সমকালীন জনমত’শিরোনামের দুই খণ্ডে প্রকাশিত বইয়ের লেখক তিনি।

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মাহফুজ আলমকে নিজের বিশেষ সহকারী করেন। পাশাপাশি সংবিধান সংস্কারে গঠিত কমিশনের সদস্যও তিনি।

অন্তর্বর্তী সরকার গঠনের সাড়ে তিন মাস পর গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা পরিষদে যুক্ত হয় তিন নতুন মুখ, যার একজন মাহফুজ আলম। তবে সেসময় তাকে কোনও মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। দপ্তরবিহীনভাবেই এতদিন সরকারের অংশ হিসেবে ছিলেন তিনি।

উপদেষ্টা হওয়ার তিন মাস পর মন্ত্রণালয় পেলেন মাহফুজ আলম।

তবে নাহিদ ইসলামের ছেড়ে যাওয়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার হাতেই রয়েছে।

এর আগে ড. ইউনূসের হাতে ছিল মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নতুন করে তার সঙ্গে যুক্ত হলো ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত