Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

পাচার অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চান মাহফুজ

মাহফুজ আলমের সঙ্গে সারাহ কুক
মাহফুজ আলমের সঙ্গে সারাহ কুক
[publishpress_authors_box]

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে এবং স্বৈরাচারী শাসনের কারণে ভঙ্গুর অবস্থায় পড়া অর্থনীতি সচল রাখতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার ঢাকার তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, “পাচার করা টাকা আমাদের দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমাদের অর্থনীতি সচল রাখতে আমরা সেই অর্থ ফেরত চাই।”

আলোচনায় ব্রিটিশ হাই কমিশনারকে নির্বাচন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে সরকারের প্রচেষ্টার কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, “এটি আমাদের বিপ্লব এবং আমাদের এটি রক্ষা করতে হবে।”

হাই কমিশনার কুক অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে যুক্তরাজ্যের সহায়তার কথা তুলে ধরেন।

মাহফুজ বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য একটি নতুন ভ্রমণ সতর্কতার বিষয়টি উত্থাপন করেন।

এ প্রসঙ্গে সারাহ কুক বলেন, যুক্তরাজ্য ব্রিটিশ নাগরিকদের আগমন বা বসবাস সংক্রাম্ত সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়গুলোর ওপর হালনাগাদ তথ্য ও পরামর্শ অন্তর্ভুক্ত রয়েছে কি না তা নিশ্চিত করতে সর্বদা প্রতিটি দেশের জন্য ভ্রমণ পরামর্শ পর্যালোচনা করে থাকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত