রান উৎসবই হচ্ছে এবারের বিপিএলে। সেখানে কিনা চট্টগ্রামের মতো ব্যাটিং উদ্যানে চিটাগং কিংস করল ৮ উইকেটে মাত্র ১২১ রান। ফরচুন বরিশালের জয়টা তখনই নিশ্চিত হয়ে যায় একপ্রকার। শেষ পর্যন্ত ১৯ বল হাতে রাখে ৬ উইকেটের দাপুটে জয়ই পেল বরিশাল।
এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বরিশাল আছে দুইয়ে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চিটাগং। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।
মাহমুদউল্লাহ রেকর্ড গড়েছেন এই ম্যাচে। বরিশালের হয়ে তিনি আজ (রবিবার) খেলতে নেমেছিলেন সর্বোচ্চ ৩৫তম ম্যাচ। আগের সেরা ৩৪ ম্যাচের রেকর্ডটা ছিল মেহেদী হাসান মিরাজের।
ব্যাট হাতে অবশ্য ১১ বলে ১৬ রানই করতে পেরেছেন মাহমুদউল্লাহ। বরিশালের হয়ে ডেভিড মালান খেলেন ৪১ বলে ৩ বাউন্ডারি ২ ছক্কায় ৫৬ রানের অপরাজিত ইনিংস। ম্যাচ সেরাও হন তিনি।
এছাড়া তামিম ইকবাল ৮, তাওহিদ হৃদয় ১, মুশফিকুর রহিম ১১ আর মোহাম্মদ নবি খেলেছিলেন ২৬* রানের ইনিংস।
এর আগে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বোলাররাই। পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ ৪ ওভারে মাত্র ১২ রানে নেন ৩ উইকেট। বাংলাদেশের রিপন মন্ডল ২৩ রানে নেন ৩ উইকেট। তানভির ইসলাম ১৪ রানে নেন ২ উইকেট।
চিটাগংয়ের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৩৫ রান অধিনায়ক মোহাম্মদ মিঠুনের। আরাফাত সানি করেছিলেন ৩৪ বলে ২৭।