Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

নির্মিত হতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার ‘ম্যায় হু না’ সিনেমার সিক্যুয়েল

ম্যায় হু না ফারাহ খান শাহরুখ খান ম্যায় হু না টু
[publishpress_authors_box]

বলিউড ব্লকবাস্টার ‘ম্যায় হু না’ দিয়ে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন ফারাহ খান। তারকাবহুল এই সিনেমায় শাহরুখ খান ছাড়াও ছিলেন বেশ কজন বড় তারকা। জানা গেছে, বলিউড ইতিহাসের অন্যতম ব্লকবাস্টার হিট এই সিনেমার সিক্যুয়েল নাকি অচিরেই দেখতে পাবেন ভক্তরা।

এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, ‘ম্যায় হু না’  ফারাহ খান এবং শাহরুখ খান, দুজনের কাছেই বিশেষ কিছু। কারণ এই সিনেমাটি ছিল শাহরুখ এবং তার স্ত্রীর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় প্রথম কোন বলিউড মুভি।

সূত্রটি জানিয়েছে, ‘ম্যায় হু না’ ছিল  শাহরুখ এবং গৌরী খানের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে প্রযোজিত প্রথম কোন সিনেমা। স্বাভাবিকভাবেই এই সিনেমা নিয়ে তাদের অন্যরকম আবেগ কাজ করে। বর্তমানে নির্মাতা ফারাহ খান ‘ম্যায় হু না টু’ সিনেমার গল্প নিয়ে কাজ করছেন। আর ফারাহ খান যখন  শাহরুখ খানের কাছে এই সিনেমার সিক্যুয়েলের আইডিয়া তুলে ধরেন; শাহরুখের তা মনে ধরে যায়। বর্তমানে ফারাহ এবং তার টিম চিত্রনাট্য নিয়ে কাজ করছেন।”  

সূত্রটি আরও জানিয়েছে, এই সিক্যুয়েলটি যেন প্রথম পর্বের চাইতে আরও বেশি সাড়া ফেলে সে ব্যাপারে শাহরুখ খান বিশেষ জোর দিচ্ছেন।

সূত্রের ভাষায়  “শাহরুখ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে শুধু সিক্যুয়েল বানানোর জন্যই এই সিনেমা বানানোর মানে হয় না। কারণ সবাই জানে ‘ম্যায় হু না’  দর্শকদের মাঝে কতটা জনপ্রিয়। তিনি ফারাহ এবং তার প্রযোজনা সংস্থার লেখকদেরও বলেছেন, এমনভাবে চিত্রনাট্য তৈরি করতে যাতে তা ‘ম্যায় হু না’র প্রভাবকেও ছাড়িয়ে যায়। আশা করা হচ্ছে ২০২৫ সালের মাঝামাঝি সময়েই শাহরুখ প্রথম চিত্রনাট্যের খসড়াটি শুনবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। বর্তমানে চিত্রনাট্যটি নিয়ে কাজ চলছে”।

শাহরুখ এবং ফারাহ জুটি অতীতে ‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ এর মতো সিনেমায় কাজ করেছেন।

এদিকে শাহরুখ খান শিগগিরই ‘কিং’ সিনেমার মধ্য দিয়ে আবারও রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে। সুজয় ঘোষের চিত্রনাট্যে এবং সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই সিনেমাটি একটি গ্যাংস্টার ড্রামা হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত