দিল্লিকে কেবলা বানিয়ে বাংলার মাটিতে কোনও রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম।
তিনি বলেন, “আমরা বাংলাদেশ থেকে ভারতের তাঁবেদার দূর করেছি। তারা ৫০ বছর দেশের মাটিতে ভারতের তাঁবেদারি করেছে। বর্তমানে আরেকটি বৃহত্তর শক্তি একই পথে হাঁটছে। বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে তাকে ঢাকাকেন্দ্রিক রাজনীতি করতে হবে। দিল্লিকে কেবলা বানিয়ে কোনও রাজনীতি বাংলার মাটিতে করতে দেওয়া হবে না।”
শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। তবে কোন বৃহত্তর শক্তি আওয়ামী লীগের পথে হাঁটছে, তার নাম উল্লেখ করেননি তিনি।
সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে একাত্তরে মুক্তিযুদ্ধে ভারতে সহযোগিতা এবং একটি প্রতিবেশি দেশ হিসেবে দেশটির সঙ্গে সুসম্পর্ক রাখার কথা বলেছেন। তবে বিগত কয়েকটি নির্বাচনে ভারত আওয়ামী লীগ সরকারের পক্ষ অবলম্বন করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
বাংলাদেশের স্বার্থ পুরোপুরি ঠিক রেখে যতটুকু সম্পর্ক রাখা দরকার, ভারতের সঙ্গে ততটুকুই সম্পর্ক রাখার পক্ষে ওই সাক্ষাৎকারে মতামত তুলে ধরেন বিএনপির মহাসচিব। রাজনৈতিক দল গঠন করতে হলে ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা উপদেষ্টাদের বেরিয়ে আসার কথাও বলেছেন তিনি।
মির্জা ফখরুল ইসলামের এ সাক্ষাৎকারের বিপরিতে এরই মধ্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বতী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও জানিয়েছেন প্রতিবাদ। নাহিদ বলেছেন, বিএনপির ‘কথার টোন’ আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে।
ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিকেলে রাজু ভাস্কর্যে এ কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মইনুল ইসলাম বলেন, “ভারতের বেঙ্গালুরুতে আমাদের বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ২০২৫ সালে এসে এ ধরনের অসভ্য ও বর্বর ঘটনা কেবল ভারতের মাটিতেই সম্ভব। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি বলেন, “যে দেশ নিজ ভূমিতে নারীদের, সংখ্যালঘুদের ও অন্য দেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে পারে না, যে দেশ মসজিদ ভেঙে মন্দির তৈরি করে, অন্য ধর্মের ধর্মীয় অধিকার দিতে পারে না, সেই দেশে অবিলম্বে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন রাকিব বলেন, “ভারতকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, পরবর্তীতে কোনও পদক্ষেপ নিতে গেলে আপনাদের ভাবতে হবে। দ্রুত সময়ে এই ধর্ষণ ও হত্যার বিচার করেন। কোনও আধিপত্য বিস্তার করলে বাংলাদেশ ছাড় দেবে না।”
শুক্রবার সকালে ভারতের কর্ণাটকের রামামূর্তি এলাকার কাকেরি লেকের কাছে বাংলাদেশি এক নারীর মরদেহ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
স্থানীয় পুলিশ জানায়, বাংলাদেশি ওই নারী স্থানীয় একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার কাজ সেরে বাড়ি ফেরার পথে ওই ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয়রা একটি নির্জন এলাকায় তার লাশ খুঁজে পেয়ে পুলিশকে জানায়।