Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

নতুন বই নিয়ে ব্যস্ততা

আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হবে নতুন বছর, নতুন বইয়ের ঘ্রাণে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ। ছবি : হারুন-অর-রশীদ
আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হবে নতুন বছর, নতুন বইয়ের ঘ্রাণে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ। ছবি : হারুন-অর-রশীদ
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রেসের শ্রমিকরা। ছবি : হারুন-অর-রশীদ
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রেসের শ্রমিকরা। ছবি : হারুন-অর-রশীদ
হাতে সময় বেশি নেই। এখন দম ফেলারও ফুরসত নেই কর্মীদের। ছবি : হারুন-অর-রশীদ
হাতে সময় বেশি নেই। এখন দম ফেলারও ফুরসত নেই কর্মীদের। ছবি : হারুন-অর-রশীদ
ধাপে ধাপে নানা কাজ করছেন কর্মীরা। কেউ কাগজ প্রস্তুত করছেন, কেউ ছাপানোর কাজ করছেন। ছবি : হারুন-অর-রশীদ
ধাপে ধাপে নানা কাজ করছেন কর্মীরা। কেউ কাগজ প্রস্তুত করছেন, কেউ ছাপানোর কাজ করছেন। ছবি : হারুন-অর-রশীদ
আবার কেউ ছাপানোর পর করছেন বই বাঁধাইয়ের কাজ। ছবি : হারুন-অর-রশীদ
কেউ আবার ছাপানোর পর করছেন বই বাঁধাইয়ের কাজ। ছবি : হারুন-অর-রশীদ
এসব ছাপাখানায় কাজ করেন নানা বয়সী শ্রমিক। স্কুলে যাওয়ার বয়সে অন্যদের জন্য বই তৈরির কাজ করছে এই শিশু। ছবি : হারুন-অর-রশীদ
এসব ছাপাখানায় কাজ করেন নানা বয়সী শ্রমিক। স্কুলে যাওয়ার বয়সে অন্যদের জন্য বই তৈরির কাজ করছে এই শিশু। ছবি : হারুন-অর-রশীদ
সাধারণত মাসিক চুক্তিতে কাজ করেন এখানকার কর্মীরা। প্রাপ্তবয়স্ক এক কর্মী মাসে আয় করেন ৮ হাজার টাকা। ছবি : হারুন-অর-রশীদ
সাধারণত মাসিক চুক্তিতে কাজ করেন এখানকার কর্মীরা। প্রাপ্তবয়স্ক একজন কর্মী মাসে আয় করেন ৮ হাজার টাকা। ছবি : হারুন-অর-রশীদ
প্রতিবছর যে তারা একই প্রেস কাজ করেন, এমনও না। ঢাকার মাতুয়াইল এলাকা থেকে তোলা ছবি : হারুন-অর-রশীদ
প্রতিবছর যে তারা একই প্রেসে কাজ করেন, এমন না। ঢাকার মাতুয়াইল এলাকা থেকে তোলা ছবি : হারুন-অর-রশীদ

আরও পড়ুন