Beta
মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়নস লিগ থেকে ম্যান সিটির বিদায় চাইছে রিয়াল মাদ্রিদ

ancelotti-6
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির দেখা হওয়াটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। গত তিন মৌসুমে নকআউট পর্বে লড়াই হয়েছে ইউরোপের অন্যতম শক্তিধর দুই ক্লাবের। এর মধ্যে দুটি লড়াই জিতেছে রিয়াল মাদ্রিদ। তবু ইংলিশ ক্লাবটিকে এড়াতে চায় মাদ্রিদের ক্লাবটি। দলটির কোচ কার্লো আনচেলত্তি স্পষ্টই জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগ থেকে ম্যান সিটি বিদায় ‘ভালো খবর’ হয়ে আসবে রিয়ালের জন্য।

এবারের মৌসুম মোটেও ভালো যাচ্ছে না ম্যান সিটির। মৌসুমের মাঝপথেই প্রিমিয়ার লিগের শিরোপা স্বপ্ন একরকম শেষ হয়ে গেছে। চ্যাম্পিয়নস লিগে অবস্থা আরও খারাপ। লিগ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কা জন্মেছে। এমন বিপর্যস্ত একটি দলকেও সমীহ করছেন আনচেলত্তি। নকআউটে যাওয়ার প্লে অফে খেলার জায়গাতেও যে দল নেই, তাদের এখনও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের অন্যতম প্রার্থী মনে করছেন রিয়াল কোচ।

সান্তিয়গো বার্নাব্যুতে রেড বুল সলসবুর্গকে ৫-১ গোলে উড়িয়ে নকআউট পর্বের প্লে অফ নিশ্চিত করেছে রিয়াল। অন্যদিকে প্যারিস সেন্ত জার্মেইয়ের মাঠে ২-০ গোলে এগিয়ে গিয়েও ২-৪ গোলে হেরেছে ম্যান সিটি। এই হারে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের শঙ্কা প্রবল হয়েছে পেপ গার্দিওলার দলের।

ম্যান সিটি যদি সত্যি লিগ পর্ব থেকে বিদায় নেয়, তাহলে কি সেটি রিয়ালের জন্য ভালো খবর- সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে মাদ্রিদের ক্লাবটির কোচ আনচেলত্তির উত্তর, “হ্যাঁ। কারণ আমার কাছে এখনও ম্যান সিটি চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম প্রার্থী।”

গত তিন মৌসুমে ম্যান সিটির সঙ্গে লড়তে হয়েছে রিয়ালকে। এর মধ্যে দুইবার ইংলিশ ক্লাবটির বাধা পেরিয়ে ২০২২ ও ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলেছে মাদ্রিদের অভিজাতরা। ২০২৩ সালে যেবার আনচেলত্তির দল হেরেছিল, সেবার শিরোপা জিতেছিল গার্দিওলার ম্যান সিটি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত