চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির একাদশে দেখা যাচ্ছে সাভিনিয়োকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খুব বেশি অবদান রাখতে না পারলেও তার ওপর আস্থা রেখে যাচ্ছেন পেপ গার্দিওলা। ম্যান সিটি কোচের বিশ্বাসের জবাবটা দারুণভাবে তিনি দিলেন ওয়েস্ট হাম ম্যাচে। সিটিজেনদের জেতা ৪-১ গোলের জয়ে পথে তিনটি গোলের উৎস ছিলেন এই ব্রাজিলিয়ান। গার্দিওলার চোখে তিনি ‘বিশেষ’।
ওয়েস্ট হাম ম্যাচ জিতে ম্যান সিটি কোচ বলেছেন, “আমার মনে হয় তার (সাভিনিয়ো) মাথা পরিষ্কার। সে খুব বেশি একটা চিন্তা করে না। এখানে যারা অনেক বছর খেলে, তারা মনে করে তারা যা করেছে, সেটা বিশেষ কিছু। কিন্তু এটা তাদের বড় ভুল। আপনাকে বারবার প্রমাণ করতে হবে। সাভিনিয়ো সব জিতেছে এবং প্রমাণ করেছে।”
সঙ্গে যোগ করেছেন, “তার দুটো অ্যাসিস্ট অসাধারণ। তাকে নিয়ে আমি ভীষণ খুশি। ওর মধ্যে বিশেষ ক্ষমতা আছে।”
জিততেই ভুলে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। ৫ ম্যাচ পর লিস্টার সিটি ম্যাচ গিয়ে জয়ে ফেরে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। হারানো ছন্দ ফিরে পেয়ে জয়ের পথেই রয়েছে তারা। ওয়েস্ট হামকে উড়িয়ে পেয়েছে টানা দ্বিতীয় জয়। তাহলে কি পুরনো ম্যান সিটি ফিরল? গার্দিওলা তেমনটা মনে করছেন না। তার মতে, নিজেদের পর্যায়ে এখনও পৌঁছাতে পারেনি সিটিজেনরা।
ম্যান সিটির বড় জয়ে জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড। গত সেপ্টেম্বরের পর এই প্রথম কোনও ম্যাচে ২ গোল করলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। তাতে অক্টোবরের পর টানা দুই ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে ম্যান সিটি। ড্র ও হারের বৃত্তে আটকে থাকা দলের জন্য এই পারফরম্যান্স নিঃসন্দেহে স্বস্তির। গার্দিওলার তৃপ্তি আছে, তবে পারফরম্যান্সের বিচারে এখনও সন্তুষ্ট হতে পারেনি ম্যান সিটি কোচ।
ইত্তিহাদ স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, “না, আপনি এই ফল নিয়ে কোনও বিচার করতে যাবেন না যেন। আমরা অনেক বছর ধরে আমাদের পারফরম্যান্সের পর্যায় দেখে আসছি। আমরা এখনও আমাদের পর্যায়ে যেতে পারিনি।”
কথাগুলো শেষ করেই আবার বলেছেন, “আমাকে ভুল বুঝবেন না। আমি খুবই খুশি। এফএ কাপের ম্যাচের (১১ জানুয়ারি ঘরের মাঠে সালফর্ডকে আতিথ্য দেবে সিটি) আগে আমি শান্তিতে ঘুমাতে পারব। কিন্তু আপনি কয়েক বছর ধরে আমাদের খেলা দেখে আসছেন, সেই বিবেচনায় বলা যায় আমরা আমাদের পর্যায়ে এখনও যেতে পারিনি। এই ম্যাচের চেয়ে এভারটনের বিপক্ষে আমরা ভালো খেলেছিলাম। কিন্তু ম্যাচটি আমরা ড্র করেছিলাম।”
ফলে দলের পারফরম্যান্সে পুরোপুরি তৃপ্ত হতে পারছেন না গার্দিওলা, “অবশ্যই এখানে ইতিবাচক অনেক কিছু আছে। তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, দল সারা বছর এভাবে খেললে আমি খুশি হবে কিনা, অবশ্য নয়।”