ম্যানচেস্টার ইউনাইটেড ১০ জনের দলে পরিণত হয়েছিল ৬১ মিনিটে। সুযোগটা নিয়ে ম্যাচজুড়ে ইউনাইটেডের পোস্টে আর্সেনাল শট নিল ২৬টা। ম্যাচের সময় একটা পেনাল্টিও পেয়েছিল আর্সেনাল। তারপরও অবিশ্বাস্য, নাটকীয় এক জয়ই পেল ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালকে বিদায় করে এফএ কাপের শেষ ষোলোয় নাম লেখাল তারা।
১-১ সমতার পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয়ের নায়ক ইউনাইটেডের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক আলতায় বায়িনদির। এফএ কাপ তৃতীয় রাউন্ডের ম্যাচটিতে ৭২ মিনিটে মার্টিন ওডেগার্ডের নেওয়া পেনাল্টি বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকিয়েছিলেন তুরস্কের এই গোলরক্ষক।
ডি বক্সে কাই হাভার্টজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্সেনাল। এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য হাতাহাতিতে জড়িয়েছিলেন দুই দলের খেলোয়াড়রা।
টাইব্রেকারে কাই হাভার্টজের নেওয়া দ্বিতীয় শটটি বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান বায়িনদি। ম্যানচেস্টার ইউনাইটেডের ৫টি শটই জড়ায় জালে। তাই এমিরেটসে আর পঞ্চম শট নেওয়ার দরকার হয়নি আর্সেনালের।
৫২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৬১তম মিনিটে মিকেল মেরিনোকে স্লাইডিং ট্যাকল করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দিয়োগো দালোত।
১০ জনের ইউনাইটেডকে পেয়ে এর দুই মিনিট পরই গ্যাব্রিয়েলে মার্তিনেল্লির ক্রসে গ্যাব্রিয়েল মাগালাইসের ভলিতে ফিরে সমতা। কিন্তু বায়িনদির বীরত্বে শেষ হাসিটা ইউনাইটেডের।