ফ্রেঞ্চ সুপার কাপ নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে পিএসজি। গত ১২ বছরে তারা শিরোপাটা জিতল ১১তম বার! রবিবার মোনাকোকে ১-০ গোলে হারিয়ে তারা ১৩তমবার জিতল ফ্রেঞ্চ সুপার কাপ শিরোপা।
দোহায় গত মৌসুমের লিগ রানার্সআপ মোনাকোর বিপক্ষে গোলের জন্য ২৭টি শট নিয়েছিল পিএসজি, লক্ষ্যে ছিল এর ৯টি। গোলটাই আসছিল না শুধু।
সবাই যখন প্রস্তুতি নিচ্ছিল পেনাল্টির তখনই ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে উসমান দেম্বেলের গোলে নিশ্চিত হয় শিরোপা। ফাবিয়ান রুইজের পাসে গোল করে পিএসজিকে উল্লাসে ভাসান এই ফ্রেঞ্চ তারকা।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ২-২ গোলের রোমাঞ্চকর ড্র করেছে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ভারি তুষারপাতে অনিশ্চিত হয়ে পড়া ম্যাচটি মাঠে গড়ালে ৫২ মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের গোলে লিভারপুলকে স্তব্ধ করে দিয়েছিল ইউনাইটেড। ৫৯ মিনিটে সমতা ফেরান কোডি গাকপো।
মোহাম্মদ সালাহর পেনাল্টিতে ৭০ মিনিটে এগিয়েও যায় লিভারপুল। ডি-বক্সে ম্যাথিয়াস ডি লিখটের হাতে বল লাগলে ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তাতে এবারের প্রিমিয়ার লিগে নিজের ১৮তম গোলটা করেন মোহাম্মদ সালাহ।
৮০তম মিনিটে আলেহান্দ্রো গার্নাচোর পাস বক্সের মাঝামাঝি পেয়ে প্লেসিং শটে আইভরি কোস্টের ফরোয়ার্ড আমাদ দিয়ালোর গোলে সমতা ফেরায় ইউনাইটেড।
গত মাসে ৯০তম মিনিটে গোল করে ইতিহাদ থেকে ইউনাইটেডের ২-১ ব্যবধানে জয়ের নায়কও ছিলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ইনজুরি টাইমের শেষ মিনিটে হ্যারি ম্যাগুয়ার ১০ গজ দূর থেকে আলিসনকে একা পেয়েও বার উঁচিয়ে না মারলে ৩-২ গোলের জয় নিয়ে ফিরতে পারত ইউনাইটেড। এই ড্রতে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এক নম্বরেই আছে লিভারপুল। ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে ১৩ নম্বরে।