দুই ম্যানচেস্টারের দুই রং। নিজেদের হারিয়ে খোঁজা ম্যানচেস্টার সিটি ইপসউইচকে বিধ্বস্ত করল ৬-০ গোলে। রবিবার একই রাতে নগরের আরেক দল ম্যানচেস্টার ইউনাইটেড ৩-১ গোলে হারল ব্রাইটনের কাছে।
প্রিমিয়ার লিগের ফল
ইপসউইচ ০ : ৬ সিটি
ইউনাইটেড ১ : ৩ ফুলহাম
নটিংহাম ৩ : ২ সাউদাম্পটন
এভারটন ৩ : ২ টটেনহাম
এবারের লিগে ইপসউইচের সঙ্গে প্রথম দেখায় ৪-১ গোলে জিতেছিল সিটি, হ্যাটট্রিক করেছিলেন আর্লিং হলান্ড। ফিরতি লেগে আরও বড় ব্যবধানে জিতল তারা। ফিল ফোডেন করেছেন জোড়া গোল। একবার করে লক্ষ্যভেদ করেন মাতেও কোভাচিচ, জেরেমি ডোকু, আর্লিং হলান্ড ও জেমস ম্যাকাটি। গোল না পেলেও অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন কেভিন ডি ব্রুইনা।
এই জয়ে ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে সিটি উঠে এল চার নম্বরে। নিউক্যাসলের পয়েন্ট সমান ৩৮ হলেও গোল গড়ে এগিয়ে সিটি।
অপর ম্যাচে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হারের পর পর ইউনাইটেড কোচ রুবেন আমোরিমের অসহায় স্বীকারোক্তি, ‘‘এটাই হয়তো ম্যানইউ ইতিহাসের সবচেয়ে বাজে দল।’’
নিজেদের মাঠে সবশেষ ৫ প্রিমিয়ার লিগ ম্যাচের চারটি হারার পর এমন হতাশাই জানালেন নতুন আসা এই কোচ। ২২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ম্যানইউ নেমে গেছে ১৩ নম্বরে। এক নম্বরে থাকা লিভারপুলের চেয়ে তারা পিছিয়ে ২৪ পয়েন্টে!
অপর ম্যাচে উড়তে থাকা নটিংহাম ফরেস্ট ৩-২ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে নটিংহাম আছে তিন নম্বরে।