Beta
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

রোনালদো মালিক হলেই ইউনাইটেডের সমস্যার সমাধান!

ronaldo-67
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ক্রিস্তিয়ানো রোনালদো গ্লোবাল সুপারস্টার। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। কত রেকর্ড তার পায়ে লুটিয়ে পড়েছে, হিসাব দেওয়া কঠিন। শৈশবে প্রতিভার জানান দেওয়া এই রত্নকে ঠিক চিনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ক্লাবটিতেই তার তারকাখ্যাতি পাওয়া। রাশি রাশি সাফল্য পাওয়া রোনালদোর সাবেক এই ক্লাব এখন ধুঁকছে। উদ্ধারের জন্য সাবেক খেলোয়াড়ের সান্নিধ্য চাইতে পারে ইউনাইটেড। এই ফরোয়ার্ড মালিক হলেই নাকি সমস্যার সমাধান হবে রেড ডেভিলসের। অন্য কেউ নন, রোনালদো নিজেই বলেছেন কথাটা।

স্যার অ্যালেক্স ফার্গুসন অবসরে যাওয়ার পর ম্যানচেস্টারের ক্লাবটির অবস্থা দিনকে দিন খারাপের দিকেই যাচ্ছে। কয়েক দফা কোচ বদলিয়েও কাজ হচ্ছে না। দিনকয়েক আগে নিয়োগ দেওয়া হয়েছে রুবেন আমোরিমকে। পর্তুগিজ কোচকে এনেও ভাগ্য বদলাচ্ছে না। আমোরিম দায়িত্ব নেওয়ার পর ইউনাইটেডের খেলা ১০ ম্যাচের পাঁচটি হেরেছে। এর মধ্যে প্রিমিয়ার লিগের ৫ ম্যাচের চারটিই হেরেছে ইংল্যান্ডের সবচেয়ে সফল দলটি।

সামনে ইউনাইটেডের নিউক্যাসল পরীক্ষা। এই ম্যাচ হারলে ছাঁটাই হতে পারেন, এমন শঙ্কা উঁকি দিচ্ছে আমোরিমের মনে। দলের খারাপ পারফরম্যান্সের দায় কোচের ওপর বর্তায়। সেকারণে এরিক টেন হাগ টিকতে পারেননি। অবস্থা একই চললে আমোরিমের ভবিষ্যৎও ডুবতে পারে অন্ধকারে।

তবে দলটির সাবেক খেলোয়াড় হিসেবে রোনালদো মনে করছেন, ইউনাইটেডের সমস্যা অন্য জায়গায়। বারবার কোচ পাল্টালেই সমস্যার সমাধান হবে না। এ কারণেই পর্তুগিজ সুপারস্টারের দাবি, তিনি ইউনাইটেডের মালিক হলে সবকিছু ঠিক করে দিতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছিলেন রোনালদো। সেখানেই ইউনাইটেডের বর্তমান অবস্থান নিয়ে কথা বলেছেন ক্লাবটির হয়ে দুই দফায় ১৪৫ গোলের মালিক। আল নাসর ফরোয়ার্ড বলেছেন, “প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে কঠিন লিগ। এখানে সব দল ভালো, সবাই লড়াই করে, সব দল দৌড়ায় এবং সব খেলোয়াড় শক্তিশালী। ফুটবল এখন সম্পূর্ণ আলাদা। এখন সহজ ম্যাচ বলে কিছু নেই। দেড় বছর আগে কথাটা বলেছিলাম, এখন সেই কথাটাই আবার বলছি : কোচ কোনও সমস্যা নয় (ইউনাইটেডে)।”

সমস্যা কোথায়, সেটা বলেছেন পরের কথায়, “বিষয়টা অনেকটা অ্যাকোয়ারিয়ামের মতো। এর ভেতরে থাকা মাছ অসুস্থ হলে ঠিক করতে যদি আপনি মাছটি বাইরে আনেন এবং আবার ভেতরে ঢুকিয়ে দেন, তাহলে মাছটি আবার অসুস্থ হবে। কারণ সমস্যাটা অ্যাকোয়ারিয়ামের।”

সঙ্গে যোগ করেন, “ম্যানচেস্টার ইউনাইটেডের সমস্যাটা ঠিক একই। সমস্যা সবসময় কোচ নয়। এটা কোচের চেয়ে বড় সমস্যার বিষয়। আমি যদি ক্লাবের (ইউনাটেডের) মালিক হতাম, তাহলে বিষয়গুলো পরিষ্কার করতাম এবং যেটা আমার কাছে খারাপ মনে হতো, সেটা ঠিক করতাম।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত