শক্তিমান অভিনেতা মনোজ বাজপেয়ী এবং কেকে মেনন প্রশংসিত হয়ে আসছেন বহু দিন ধরে। ওয়েব সিরিজ আর বলিউড সিনেমায় তাদের নিয়মিতই দেখা যায়। ওটিটি সিরিজ ফ্যামিলি ম্যান এ মনোজের শ্রীকান্ত তিওয়ারি চরিত্রটি দর্শকদের মুগ্ধ করেছে। আর অন্যদিকে কেকে মেননের হিম্মত সিং চরিত্রটি স্পেশাল অপস টু কে দিয়েছিল ভিন্ন মাত্রা। শোনা যাচ্ছে, এবার এই দুই অভিনেতাকেই এক পর্দায় হাজির করবেন নির্মাতা নীরাজ পান্ডে।
পিঙ্কভিলার একটি প্রতিবেদনে বলা হয়েছে, নীরাজ পাণ্ডে এমন কিছু নিয়ে হাজির হবেন যেখানে কে কে মেনন এবং মনোজ বাজপেয়ীকে একসঙ্গে দেখা যেতে পারে। তবে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রতিবেদনে একটি সূত্রের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, “নীরজ পাণ্ডের পরবর্তী কাজটি ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রেক্ষাপটে একটি শ্বাসরুদ্ধকর থ্রিলার। আর এই কাজে তিনি ভারতীয় চলচ্চিত্রের দুই প্রতিভাবান অভিনেতাকে একসঙ্গে নিয়ে আসবেন।”
সূত্রটি আরও বলেন, “নীরাজ অন্যান্য স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। তার পরবর্তী সিনেমা এখনও চূড়ান্ত হয়নি। তবে মনোজ আর মেননকে একসাথে পেতে তিনি মুখিয়ে আছেন। দুজনকে পেলেই আগামী ৬ মাস শুট করা নিয়েই ব্যস্ত থাকবেন।” সূত্রটি আরও জানিয়েছে, নেটফ্লিক্সের সঙ্গে একটি চুক্তিও সম্পন্ন করেছেন নীরাজ।
সিনেমাটি ২০২৬ সালে নেটফ্লিক্সে মুক্তি পাবে।