Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

৩০ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে জয় নটিংহামের, ড্র ম্যানসিটির

আর্লিং হলান্ড গোল করলেও জেতাতে পারেননি দলকে। ছবি : এক্স
আর্লিং হলান্ড গোল করলেও জেতাতে পারেননি দলকে। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

দুঃসময় পিছু ছাড়ছেই না ম্যানচেস্টার সিটির। টানা সাত ম্যাচ জয়হীন থাকার পর নটিংহাম ফরেস্টকে হারিয়েছিল তারা। কিন্তু শনিবার পরের ম্যাচে আবারও হোঁচট প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। দুবার পিছিয়ে পড়ে কোনোরকমে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।

নতুন কোচ আমোরিমও খারাপ সময়টা কাটাতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের। গত রাউন্ডে আর্সেনালের মাঠে ২-০ গোলে হারের ক্ষত কাটার আগেই শনিবার নটিংহাম ফরেস্ট তাদের হারাল ৩-২ গোলে।

১৯৯৪ সালের ১৭ ডিসেম্বর বা ৩০ বছর পর এটা ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম জয় নটিংহামের। আর ১৯৯২ সালের এপ্রিলের পর এবারই প্রথম ম্যানইউর বিপক্ষে টানা দুই লিগ ম্যাচ জিতল নটিংহাম। গত ডিসেম্বরে ঘরের মাঠে তারা জিতেছিল ২-১ ব্যবধানে।

প্রিমিয়ার লিগার ফল

ম্যানইউ ২ : ৩ নটিংহাম

প্যালেস ২ : ২ ম্যানসিটি

ব্রেন্টফোর্ড ৪ : ২ নিউক্যাসল

ভিলা ১ : ০ সাউদাম্পটন

কলম্বিয়ার ডিফেন্ডার মুনিয়োসের গোলে চতুর্থ মিনিটে ম্যানসিটির বিপক্ষে এগিয়ে গিয়েছিল ক্রিস্টাল প্যালেস। ৩০তম মিনিটে মাথেউস নুনেসের ক্রস বক্সে পেয়ে লাফিয়ে হেডে ১-১ সমতা ফেরান আর্লিং হলান্ড।

৫৬ মিনিটে হিউজের কর্নারে হেডে আবারও প্যালেসকে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার লেকখোয়া। ৬৮ মিনিটে বের্নার্দো সিলভার পাস বক্সে পেয়ে জোরাল শটে ২-২ সমতা ফেরান তরুণ ইংলিশ ডিফেন্ডার রিকো লুইস। ৮৪ মিনিটে তিনি লাল কার্ড দেখলে বাকি সময়টা ১০ জন নিয়ে খেলেছিল ম্যানসিটি।

ওল্ড ট্র্যাফোর্ডে অপর ম্যাচে দ্বিতীয় মিনিটেই সার্বিয়ান ডিফেন্ডার মিলেনকোভিচের গোলে এগিয়ে যায় নটিংহাম। ১৮তম মিনিটে রাসমুস হয়লুনের গোলে সমতা ফেরায় ম্যানইউ।

৩০ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে জিতেছে নটিংহাম ফরেস্ট।

৪৭তম মিনিটে মর্গ্যান গিবস-হোয়াইট ও ৫৪ মিনিটে ক্রিস উডের গোলে ৩-১’এ এগিয়ে যায় নটিংহাম। ৬১তম মিনিটে ব্রুনো ফের্নান্দেস এক গোল ফেরালেও দলের হার ঠেকাতে পারেননি।

১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে নটিংহাম। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ম্যানইউ।

 ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট পাওয়া ম্যানসিটি আছে চারে। তবে এক ম্যাচ কম খেলা লিভারপুলের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে তারা। শনিবার ঝড়ের জন্য স্থগিত হয়েছে এভারটন-লিভারপুলের ম্যাচটি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত