প্রিমিয়ার ডিভিশন হকি লিগে বড় জয় পেয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। বুধবার মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৯-২ গোলে হারিয়েছে মেরিনার ইয়াংস ক্লাব।
আজকের খেলার ফল
ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৯ : ২ অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব |
ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ করেছেন হ্যাটট্রিকসহ ৪ গোল। ভারতের খেলোয়াড় সুদীপ চিরমাকোও হ্যাটট্রিক পেয়েছেন। দুজনের অসাধারণ পারফরম্যান্সেই মূলত এ জয় তুলে নেয় মেরিনার্স।
এছাড়া জয়ী দলের মাঈনুল ইসলাম কৌশিক ও অধিনায়ক ফজলে হোসেন রাব্বি ১টি করে গোল করেন।
অ্যাজাক্সের ইমতিয়াজ আহমেদ রুবেল এবং দলটির ভারতীয় খেলোয়াড় প্রমোদ দেওয়ান ১টি করে গোল করেন। যদিও তারা দলের বড় পরাজয় ঠেকাতে পারেননি।
এই জয়ে ১৪ খেলায় মেরিনারের সংগ্রহ ৩৪ পয়েন্ট। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে লিগের বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স।