Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

প্রথম রাউন্ডেই বিদায় উইম্বলডনের রানির

প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন মার্কেতা ভনদ্রুসোভা।  ছবি : এক্স
প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন মার্কেতা ভনদ্রুসোভা। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

বিস্ময়ের উপহার দিয়েছিলেন মার্কেতা ভনদ্রুসোভা। প্রথম অবাছাই হিসেবে গত বছর জিতেছিলেন উইম্বলডনে মেয়েদের এককের শিরোপা। সেই ভনদ্রুসোভা বিস্ময়ের উপহার দিলেন আরও একবার। আজ উইম্বলডনের প্রথম রাউন্ডেই হেরে গেছেন টুর্নামেন্টের বর্তমান রানি।

র‌্যাঙ্কিয়ে ৮৩ নম্বরে থাকা বুজাস মানেইরো ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন তাকে। ১৯৯৪ সালে স্টেফি গ্রাফের পর প্রথম চ্যাম্পিয়ন হিসেবে প্রথম রাউন্ডেই বাদ পড়লেন মার্কেতা ভনদ্রুসোভা। তার বিদায়ের অর্থ টানা সপ্তম বছর নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে উইম্বলডন। সবশেষ ২০১৫ ও ২০১৬ সালে টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনা উইলিয়ামস।

অস্ত্রোপচারের পর উইম্বলডনে সহজ জয়ে ফিরেছেন জোকোভিচ। ছবি : এক্স

ছেলেদের এককে নোভাক জোকোভিচকে নিয়ে শঙ্কা ছিল কিছুটা। ফ্রেঞ্চ ওপেনের পর হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে ফিরেছেন এই কিংবদন্তি। প্রথম রাউন্ডে ভিত কপরিভাকে তিনি সহজেই হারিয়েছেন ৬-১, ৬-২, ৬-২ গেমে। জোকোভিচ উইম্বলডন খেলছেন সেন্টার কোর্টে রজার ফেদেরারের অষ্টম শিরোপার রেকর্ড স্পর্শ করতে।

২৪ গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ অস্ত্রোপচারের পর ফেরা নিয়ে জানালেন, ‘‘আমি হাঁটুর ব্যথার দিকে নজর দেইনি, সব মনোযোগ ছিল ম্যাচে।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত