বয়স ৩৬ বছর ছাড়িয়ে গেছে। তবু সোনালি ছন্দেই আছেন রবার্ট লেভানদোস্কি। বার্সার হয়ে এবারের লা লিগায় তার গোল ১৬টি, যা শুধু এই টুর্নামেন্ট না মর্যাদার পাঁচ ইউরোপিয়ান লিগেরই সর্বোচ্চ।
১৬ গোল নিয়ে ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে লেভানদোস্কি আছেন শীর্ষে। মর্যাদার পাঁচ লিগে প্রতি গোলের জন্য পয়েন্ট ২। সেই হিসেবে লেভার পয়েন্ট ৩২। বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন আছেন দুই নম্বরে। ১৪ গোল করা কেইনের পয়েন্ট ২৮।
এই দুজনের চেয়েও অবশ্য ইউরোপিয়ান ফুটবলে বেশি গোলের নজির আছে এবার। তবে লিগের মান অনুযায়ী পয়েন্ট বণ্টন নীতির কারণে র্যাঙ্কিংয়ে পিছিয়ে তারা। পর্তুগিজ লিগে প্রতি গোলের জন্য পয়েন্ট ১.৫। তাই স্পোর্টিং লিসবনের হয়ে ১৭ গোল করা ভিক্টর গাইকেরেসের পয়েন্ট ২৫.৫। তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন সাত নম্বরে।
এবারের মৌসুমে ইউরোপিয়ান লিগে সবচেয়ে বেশি ২৮ গোল করেছেন অ্যালেক্স টাম। এস্তোনিয়ার লিগে তিনি খেলেন কালজু এফসির হয়ে। এই লিগে প্রতি গোলের জন্য পয়েন্ট কেবল ১। তাই ২৮ গোলে ২৮ পয়েন্ট নিয়ে ২৩ বছর বয়সী অ্যালেক্স আছেন তিন নম্বরে।
ব্রাজিলের স্ট্রাইকার রেগিনালদো রামিরেস খেলেন লাটভিয়ান লিগের রিগা এফসিতে। এই লিগেরও প্রতি গোলের জন্য পয়েন্ট ১। ২৫ গোল করে ২৫ পয়েন্ট নিয়ে রামিরেস আছেন আট নম্বরে।
এছাড়া ফ্রাঙ্কফুর্ট-এর ওমর মারমাউস ১৩ গোল করে ২৬ পয়েন্ট নিয়ে আছেন চারে। সমান ১৩ গোল আর ২৬ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুলের মোহাম্মদ সালাহ ও ছয়ে ম্যানসিটির হলান্ড।