শেষ হয়ে যাচ্ছে ২০২৪, রেখে গেলো মার্ভেল ইনিভার্সের মুক্তির ধারাবাহিকতায় ব্যস্ত এক বছর। কিছু সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নেওয়া সত্ত্বেও, অন্যগুলি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।
আসছে বছরে এক ঝাঁক নতুন সিনেমা, সিরিজ আর অ্যানিমেশন ভক্তদের জন্য নিয়ে আসছে মার্ভেল। দেখে নেওয়া যাক এক ঝলকে।
ইওর ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান
ইওর ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান অ্যননিমেটেড সিরিজে পিটার পার্কারের শুরুর দিনগুলো একেবারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। পিটার পার্কারের চরিত্রে কন্ঠ দিয়েছেন হাডসন থেমস।
এই ভিন্ন সংস্করণের স্পাইডার-ম্যান সিরিজে নতুন কিছু চরিত্রকেও পরিচয় করিয়ে দেবে। যার মধ্যে আছে জনপ্রিয় কমিক চরিত্র নিকো মিনোরু এবং আমাডিওস চো।
এই সিরিজের সুপারভাইজিং ডিরেক্টর মেল জইয়ার। মুক্তি পেতে যাচ্ছে জানুয়ারি ২৯ তারিখে। দেখা যাবে ডিজনি প্লাস-এ।
ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড
ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড এ স্যাম উইলসন (অ্যান্থনি ম্যাকি) জড়িয়ে যান এক আন্তর্জাতিক সংকটে। ব্রেভ নিউ ওয়ার্ল্ড-এ ক্যাপ্টেন আমেরিকাকে আরও আত্মবিশ্বাসী এবং দৃঢ়প্রতিজ্ঞ হিসেবে দেখানো হয়েছে। গল্পে দেখা যায় তিনি হোয়াইট হাউসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গেছেন সাক্ষাৎ করতে। হোয়াইট হাউজেই গল্প জমে ওঠার শুরু। কারণ প্রেসিডেন্ট, ক্যাপ্টেন আমেরিকাকে মার্কিন সামরিক বাহিনীতে যুক্ত করতে রীতিমতো আবদার করে বসেন।
সিনেমাটি নির্মাণ করেছেন জুলিয়াস অনা। প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ১৪ ফেব্রুয়ারি।
ডেয়ারডেভিল: বর্ন এগেন
স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম-এ পিটার পার্কারের উকিল হিসেবে চার্লি কক্সের ক্যামিও উপস্থিতি ডেয়ারডেভিল ভক্তদের করেছিল উচ্ছসিত। এবার ১৮-এপিসোডের এই মিনি সিরিজে দ্য ম্যান উইদআউট ফিয়ার এর ঘটছে প্রত্যাবর্তন। বরাবরের মতই ডেয়ারডেভিল চরিত্রে থাকছেন চার্লি কক্স আর কিংফিনের চরিত্রে ভিন্সেন্ট ডি অনোফ্রিও। সিরিজটি ডিজনি প্লাসে মুক্তি পাবে ৪ মার্চ।
থান্ডারবল্টস*
থান্ডারবল্টস * তর্কসাপেক্ষে ডিসি কমিক্সের সুইসাইড স্কোয়াড এর মার্ভেল সংস্করণ। গল্পে দেখা যায় হতাশা এবং বিষণ্ণতায় ভোগা পেশাদার খুনি ইয়েলেনা বেলোভা (ফ্লোরেন্স পিউ) নিজেকে একদল অদ্ভুতুড়ে মানুষের সঙ্গে আবিষ্কার করে।
অন্যান্য চরিত্ররা হলো, ঘোস্ট (হানা জন-ক্যামেন), রেড গার্ডিয়ান (ডেভিড হারবার),উইন্টার সোলজার (সেবাস্টিয়ান স্ট্যান), ইউএস এজেন্ট (ওয়াইয়াট রাসেল) এবং টাস্কমাস্টার (ওলগা কুরিলেঙ্কো)।
জেইক শ্রায়ার নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ মে।
আয়রনহার্ট
টনি স্টার্কের পথ ধরে রিরি উইলিয়ামস তৈরি করেন নিজের সাঁজোয়া স্যুট। যদিও শিশু চরিত্রটি কমিক্সের জগতে নেই বহুদিন ধরে। তবুও মার্ভেল কমিক্সে রিরির গল্প এখনও লোকমুখে শোনা যায়। রিরিকে প্রথম দেখা যায় ইনভিন্সিবল আয়রন ম্যান কমিক্সে। খানিকটা অসামাজিক রিরি এর বুদ্ধিমত্তায় বিস্ময়কর। আর বুদ্ধির জোরেই কৈশোরে পৌঁছানোর আগেই সে পড়াশোনা করতে আসে বিশ্বখ্যাত এমআইটি-তে।
প্রত্যেক নায়কের বিপরীতেই থাকে একজন ভিলেন। এই গল্পে অভিনেতা অ্যান্থনি রামোস আছেন সে ভিলেন চরিত্রে। তার চরিত্রের নাম বিখ্যাত কমিক চরিত্র ‘দ্য হুড’। রবিন্স নামে পরিচিত, দ্য হুড শুরুতে ছিল একজন তুচ্ছ অপরাধী। পরে, একটি রহস্যময় পোশাকের মালিক হওয়ার পর থেকেই শুরু করে ভয়ংকর সব অপরাধ।
আয়রনহার্ট ডিজনি প্লাসে মুক্তি পাচ্ছে ২৪ জুন।
দ্য ফ্যান্টাসটিক ফোর: ফার্স্ট স্টেপস
অবশেষে ১০ বছর পর ফ্যান্টাসটিক ফোর ফিরে এলো। আর এই প্রত্যাবর্তন ঘটছে দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস সিনেমাটি দিয়ে। এতে মিস্টার ফ্যান্টাস্টিক চরিত্রে আছেন পেড্রো প্যাসকাল, ইনভিজিবল ওম্যান চরিত্রে ভ্যানেসা কিরবি, হিউম্যান টর্চ চরিত্রে জোসেফ কুইন এবং দ্য থিং চরিত্রে আছেন ইবন মস-বাচরাখ।
সিনেমার গল্পে দেখা যাবে পৃথিবী হুমকির মুখে পড়েছে। কারণ ক্ষমতালোভী দেবতা গ্যালাকটাস (রালফ ইনেসন) পৃথিবীকে ধ্বংস করতে চায়। আর এই দেবতার মুখোমুখি দাঁড়ায় ফ্যান্টাসটিক ফোর।
সিনেমাটি ২০২৫ সালের ২৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
আইজ অব ওয়াকান্ডা
আইজ অব ওয়াকান্ডা সিরিজে দেখা যাবে, কিভাবে যুগের পর যুগ উত্তরাধীরসূত্রে ওয়াকান্দার নিরাপত্তা নিশ্চিত করছে একেকজন বীর। আর এটি সম্ভব হচ্ছে এক বিশেষ পোশাক, ম্যান্টল-এর মাধ্যমে। বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি নির্ভর কল্পিত এই দেশ এবং জাতি, সুপারহিরো গল্পে নিজেদের এক বিশেষ জায়গা ধরে রেখেছে।
২০২৫ সালের ৫ অগাস্ট ডিজনি প্লাসে মুক্তি পাবে।
মার্ভেল জোম্বিস
মার্ভেল জোম্বিস নিয়ে কথা হচ্ছিল অনেক দিন ধরে। অবশেষে হ্যালোইনকে সামনে রেখে মুক্তি পাচ্ছে এই টেলিভিশন মিনি সিরিজ। যদিও এর অফিসিয়াল লোগো প্রকাশিত হয়েছিল সেই ২০২১ সালে। মারভেল জোম্বিস শিরোনামটি নেওয়া হয়েছে ২০০৫ সালের কমিক মিনি সিরিজ থেকে। এই এনিমেটেড সিরিজটিতে ভক্তরা দেখবেন, মার্ভেলের চরিত্ররা লড়াই করছে জোম্বির সঙ্গে।
২০২৫ এর অক্টোবরে ডিজনি প্লাসে মুক্তি পাবে ‘মারভেল জোম্বিস’।
ওয়ান্ডার ম্যান
মিনি সিরিজ ওয়ান্ডার ম্যান এ প্রধান চরিত্রে অভিনয় করছেন দ্বিতীয় ইয়াহিয়া আব্দুল মতিন । গল্পের প্রধান চরিত্র সাইমন উইলিয়ামস একজন হলিউড স্টান্টম্যান এবং অভিনেতা। যিনি এক সময় ওয়ান্ডার ম্যান নামে সুপারহিরোতে পরিণত হন। সাইমনের এই রূপান্তরের জন্য দায়ী ব্যারন জিমো নামের এক ব্যক্তি।
মুক্তি পাবে ডিজনি প্লাসে ২০২৫ সালের ডিসেম্বরে।