Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

৪ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ ম্যাটস শিক্ষার্থীদের

Shahbag-MATS-protest
[publishpress_authors_box]

অবিলম্বে দশম গ্রেডের শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবি আদায়ে রাজধানী ঢাকার শাহবাগের রাস্তা আটকে বিক্ষোভ করছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল-ম্যাটসের শিক্ষার্থীরা।

পুলিশ জানিয়েছে, তাদের এ কর্মসূচির কারণে বুধবার দুপুর পৌনে ১টা থেকে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জনিয়েছে, দাবি আদায়ে বুধবার বেলা পৌনে ১১টার দিকে কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে মূল সড়কের এক পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। সোয়া ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশে শেষে দুপুর পৌনে ১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা।

তাদের অবরোধের কারণে শাহবাড় মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে বিকাল পৌনে ৪টার দিকে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর।

আন্দোলনরতদের একজন হাসিবুল ইসলাম শান্ত সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, তারা অনেক দিন ধরে নানা ধরনের বৈষম্যের ভেতর দিয়ে যাচ্ছেন। তাদের দশম গ্রেডে নিয়োগ না থাকায় পদ শূন্য হয়ে আছে।

তাদের অন্য দাবিগুলোর মধ্যে আছে সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি ও কর্মসংস্থান, চার বছরে একাডেমিক কোর্স বহাল রাখা ও পাঠ্যক্রম সংশোধন এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর সকাল সন্ধ্যাকে বলেন, ম্যাটস শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি নিয়ে শাহবাগের সড়ক অবরোধ করেছে। রাস্তা বন্ধ থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ম্যাটস শিক্ষার্থী শান্ত সকাল সন্ধ্যাকে বলেন, “চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন করতে হবে। ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ দিতে হবে।

“আমাদেরকে সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি করে দিতে হবে। নানা ধরনের বৈষম্য চলছে এ খাতে, দেখার মতো কেউ নেই।”

আরেক আন্দোলনকারী আহসান হাবিব বলেন, “আমাদের উচ্চতর শিক্ষার কোনও সুযোগ নেই। যে প্রস্তাবণা রয়েছে আমাদের জন্য সেই অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করতে হবে। মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ গঠন করে আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন্ডডিসির (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ চাইছি আমরা।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত