Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

এমবাপ্পের হ্যাটট্রিকে ম্যান সিটিকে বিদায় করল রিয়াল

mbappe-5
[publishpress_authors_box]

পেপ গার্দিওলা বলেছিলেন, সান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের ‘১ শতাংশ’ সম্ভাবনা আছে ম্যানচেস্টার সিটির। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের আধিপত্য জানা আছে বলেই চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন এই কোচ। মাঠের ফুটবলে গার্দিওলার কথা যেন দিনের আলো হয়ে ফুটে উঠল। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের জার্সিতে দ্বিতীয় হ্যাটট্রিক পূরণ করলে বার্নাব্যুতে বিধ্বস্ত হয়েছে ম্যান সিটি।

চ্যাম্পিয়নস লিগের নকআউটে যাওয়ার লড়াইয়ে নেমেছিল ইউরোপের দুই শক্তিশালী ক্লাব। বার্নাব্যুর ফিরতি লেগে ম্যান সিটিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৩ অগ্রগামিতায় শেষ ষোলোতে পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে গার্দিওলার অধীনে প্রথমবার নকআউটে যেতে ব্যর্থ হলো ম্যান সিটি।

প্রথম লেগের পরই মানসিকভাবে ভেঙে পড়েছিল ইংলিশ ক্লাবটি। সেটি সংবাদ মাধ্যমের সামনে এসে জানিয়েও গিয়েছিলেন দলটির কোচ গার্দিওলা। ইত্তিহাদের লেগে দুই দফা এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ গোলে হেরেছিল স্বাগতিকরা। গার্দিওলা সেকারণেই জানিয়েছিলেন, সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে তার দলের জয় পাওয়া ভীষণ কঠিন। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার ‘১ শতাংশ’ সম্ভাবনা নিয়ে রিয়ালের মাঠে খেলতে যাবে তারা।

ওই সম্ভাবনা ম্যাচের শুরুতেই হাওয়া মিলিয়ে দেন এমবাপ্পে। ফরাসি তারকার দুর্দান্ত পারফরম্যান্সে লড়াই করার সুযোগটাও পায়নি ম্যান সিটি। এমবাপ্পে একাই গড়ে দিয়েছেন পার্থক্য। বড় ম্যাচে জ্বলে ওঠে নিজের কার্যকারিতার প্রমাণই যেন দিলেন তিনি।

৩-২ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগ শুরু করেছিল ম্যান সিটি। রিয়ালের জালে একবার বল জড়ালেই স্কোরলাইন সমান। জমে যাবে ম্যাচ। কিন্তু এমবাপ্পে সেই সুযোগ দিলেন না। ম্যাচের চতুর্থ মিনিটে চমৎকার এক গোল করে শুরুতেই ম্যান সিটিকে ছিটকে দিয়েছেন তিনি। রাউল আসেনসিও’র ভাসিয়ে দেওয়ার বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে সফরকারী গোলকিপার এদেরসনের মাথার ওপর দিয়ে করেন লক্ষ্যভেদ।

৩৩ মিনিটে রিয়ালের দ্বিতীয় গোলটাও এমবাপ্পের। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে পাওয়া বল রোদ্রিগোর টোকায় পেয়ে যান ফরাসি ফরোয়ার্ড। এরপর গার্দিওলকে কাটিয়ে প্লেসিং শটে জাল খুঁজে নেন তিনি। ৬১ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। এবার ডি বক্সের সামান্য ভেতর থেকে মাটি কামড়ানো শটে বল জড়ান জালে।

এ নিয়ে রিয়ালের জার্সিতে দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন তিনি। নতুন ক্লাবের হয়ে প্রথম হ্যাটট্রিক পেয়েছিলেন রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে। তবে ঘরের মাঠ বার্নাব্যুতে এই প্রথম হ্যাটট্রিক পেলেন তিনি।

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল যখন শেষ ষোলোতে যাওয়ার আনন্দ করছে, সেসময় ম্যান সিটির ব্যবধান কমান নিকো গনসালেস। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে তার গোলে ম্যান সিটির হতাশা বরং আরও বেড়েছে। গোলটা তারা পেল, কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল!

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত