রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শনিবার অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, গণতন্ত্র মঞ্চ ও জামায়াতে ইসলামীসহ বর্তমানে সক্রিয় সব দল ও জোটের নেতারা অংশ নিচ্ছেন।
বাসস জানিয়েছে, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে বক্তব্য রাখবেন।
দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে অংশগ্রহণের জন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের চেয়ারম্যান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে অংশ নেওয়ার জন্য দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, ১৪ দলীয় জোট ও এর মিত্র হিসেবে পরিচিত জাতীয় পার্টিকে বাদ দিয়ে অন্য সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নির্বাচনি ব্যবস্থা, সংবিধান, বিচারবিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশে সংস্কারের জন্য অন্তর্বতী সরকার প্রথম ধাপে ছয়টি কমিশন গঠন করেছিল।
ওই কমিশনগুলো তাদের সংস্কারের সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনগুলোর প্রধানদের নিয়ে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে।
কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ। তিনি সংবিধান সংস্কার কমিশনেরও প্রধান। বাকি পাঁচ সংস্কার কমিশন প্রধানেরা ঐকমত্য কমিশনের সদস্য।
কমিশনগুলোর জমা দেওয়া প্রতিবেদন নিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হওয়ার কথা এর আগেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন।