কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশি সিনেমা ‘প্রিয় মালতী’। উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে প্রতিযোগিতার জন্য অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে সিনেমাটি, ইংরেজিতে যার নাম ‘হুইসপারস অব এ থার্স্টি রিভার’।
শঙ্খ দাশগুপ্তর পরিচালনায় চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
কায়রো উৎসবে চলচ্চিত্রটির নির্বাচিত হওয়ার খবরটি জানিয়ে নির্মাতা শঙ্খ দাশগুপ্তকে অভিনন্দিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, আদনান আল রাজীবসহ অনেক নির্মাতা ও অভিনয়শিল্পী।
অগ্নি দুর্ঘটনায় একটি পরিবারের কী অবস্থা হয়, দুর্ঘটনাটিকে কেন্দ্র করে সমাজ থেকে প্রশাসনসহ নানা জায়গায় কি ধরণের প্রভাব পড়ে তাই গল্পের গাঁথুনিতে তুলে ধরেছেন নির্মাতা।
গতবছর নির্মিত চলচ্চিত্রটির প্রথম আন্তর্জাতিক যাত্রা প্রসঙ্গে এ নির্মাতা বলেন, “আমি কৃতজ্ঞ সকলের কাছে যারা এ চলচ্চিত্রটির সাথে জড়িত ছিলেন। কায়রোর উৎসবে চলচ্চিত্রটি নির্বাচিত হওয়া আমার জন্য অসামান্য একটি সম্মানসূচক ব্যাপার। আমি অপেক্ষা করছি কবে আমার সর্বস্তরের দর্শকদের উদ্দেশ্যে ছবিটি মুক্তি দিতে পারবো। সবার উৎসাহের জন্য ধন্যবাদ।“
সকাল সন্ধ্যাকে নির্মাতা জানান, প্রিয় মালতী’-এর গল্পটি বাংলাদেশে ঘটে যাওয়া একটি সত্যি অগ্নিকান্ডকে অবলম্বন করে নির্মিত হয়েছে।
অন্যদিকে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’ ইতিমধ্যেই বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এরিমধ্যে তার দ্বিতীয় চলচ্চিত্রটিরও আন্তর্জাতিক ভ্রমণ শুরু হল। এই নিয়ে দারুণ আবেগাপ্লুত এই অভিনেত্রী।
তিনি বলেন, “এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। পুরো টিমের জন্যও এটি অনেক গর্বের সংবাদ। আমরা কখনও ভাবিনি যে বাংলাদেশের উপর ভিত্তি করে তৈরি গল্প ‘প্রিয় মালতী’ আন্তর্জাতিক মঞ্চেও এতটা প্রাসঙ্গিক হবে। এটি আমাদের টিমের এর জন্য একটি বিশাল সাফল্য।“
মেহজাবীন ছাড়াও এতে আরও অভিনয় করেছেন অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।
মেহজাবীন আরও বলেন, “কায়রোতে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর, আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকদের জন্যও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। যেমন আপনারা সবসময় আমার পাশে ছিলেন আমার প্রতিটি কাজে, প্রিয় মালতী মুক্তির সময়ও আপনাদের সবাইকে পাশে চাইবো।”
৩ থেকে ২২ নভেম্বর এ উৎসব চলবে মিশরের কায়রো অপেরা হাউজে।