Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

শুল্ক কর্মকর্তার ‘দুর্নীতির’ কথা তোলায় ‘হুমকির মুখে ঘরছাড়া’

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) শনিবার সংবাদ সম্মেলনে মেহেদী হাসান খান।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) শনিবার সংবাদ সম্মেলনে মেহেদী হাসান খান।
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন কর্মকর্তার সম্পদ নিয়ে আলোচনার মধ্যে আরেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।

এনবিআরের শুল্ক রেয়াত পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক তাজুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ তুলে শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মেহেদী হাসান খান নামে এক ব্যক্তি।

তিনি দাবি করেছেন, ফেইসবুকে একটি পোস্ট দিয়ে তিনি তাজুলের আয়ের উৎস জানতে চেয়েছিলেন। এরপর প্রাণনাশের হুমকিতে তিনি চার মাস ধরে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলনে মেহেদী বলেন, সরকারি চাকরি করেও তাজুল প্রকাশ্যে বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে লাখ লাখ টাকা চাঁদাও দেন।

“তার বিরুদ্ধে দুইশ কোটি টাকার দুর্নীতির মামলা আছে, দুদক এ বিষয়ে তদন্ত করছে। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য থাকাকালীন তিনি ভর্তি বাণিজ্যে জড়িত থাকায় বহিষ্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে।”

এসব নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়ার পর হয়রানির শিকার হচ্ছেন অভিযোগ করে মেহেদী বলেন, “ক্ষমতার অপব্যবহার করে তাজুল ইসলাম আমাকে ও আমার পিতা নায়েব আলী খানকে হয়রানি করছেন, হত্যার হুমকি দিচ্ছেন। তার হুমকির শিকার হয়েছেন আরও একাধিক ব্যক্তি।”

গত ২৭ ফেব্রুয়ারি তাজুলের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ করার পর ফুলবাড়িয়ায় মেহেদীর গ্রামের বাড়িতে সন্ত্রাসী পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

তাজুলের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন জানিয়ে মেহেদী বলেন, “তিনি দাবি করেন যে তিনি সরকারি ফান্ডের টাকা নানাভাবে ফুলবাড়িয়ায় আনছেন, লোকজনের চাকরি দিচ্ছেন। তার বিরুদ্ধে কোনও কথা বললে প্রাণে মেরে ফেলা হবে।”

তাজুলের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তার সুষ্ঠু তদন্ত দাবি করেন মেহেদী।

এনবিআর সদস্য মতিউর রহমানের সম্পদ নিয়ে আলোচনা শুরুর পর তার বিষয়ে তদন্ত শুরু করেছে দুদক। তাকে এনবিআর থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের সম্পদের খোঁজেও নেমেছে দুদক।

এখন তাজুলের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ এল। তবে সংবাদ সম্মেলনে তোলা অভিযোগের বিষয়ে তাজুলের প্রতিক্রিয়া সকাল সন্ধ্যা জানতে পারেনি।

তাজুলের সম্পদ নিয়ে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক। গত বছর অভিযোগ ওঠার পর আদালত তা নিষ্পত্তি করতে দুদককে নির্দেশ দিয়েছিল।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত